‘শৃঙ্খলা’ ভেঙে জায়গা হারালেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা ভালো যাচ্ছে না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। বেশ কয়েকটি ম্যাচে নিয়মিত একাদশে জায়গা হচ্ছে না তার। আবার জায়গা হলেও বদলি হিসেবে তাকে তুলে নেওয়া হচ্ছে।
সব মিলিয়ে রেড ডেভিলের সঙ্গে দিন দিন যেন সম্পর্কে ফাটল ধরছে রোনালদোর। এবার মেজাজ হারিয়ে স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সিআরসেভেন।
মূলত গত বুধবার (১৯ অক্টোবর) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে নিয়মিত একাদশে রাখা হয়নি রোনালদোকে। এমনকি বদলি হিসেবেও তাকে নামায়নি রেড ডেভিলস কোচ এরিক টেন হাগ। এতেই যেন মেজাজ হারান রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগেই ৮৯তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।
রোনালদোর এমন আচরণের জন্য ক্ষুব্ধ কোচ এরিক টেন হাগ। এবার তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি রোনালদোকে। শৃঙ্খলা নষ্টের কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ম্যানইউ কর্তৃপক্ষ।
এসজি