বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আরব আমিরাতের চমকে নামিবিয়ার বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হয়েছিল চমক দিয়ে। সেই চমক দেখিয়েছিল নামিবিয়া। ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে। গতবার চূড়ান্ত পর্বে খেলা নামিবিয়ার এই চমকে তাদের সুপার টুয়েলেভের সম্ভাব্য দল ভাবতে শুরু করেছিল। কিন্তু সেই ভাবনায় ছেদ পড়েছে। নামিবিয়া যেতে পারেনি সুপার টুয়েলভে।

প্রাথমিক রাউন্ডের ‘এ’ গ্রুপে সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে তাদের প্রয়োজন ছিল জয়। প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। শক্তির বিবেচনায় আরব আমিরাত অনেক দুর্বল। গ্রুপ পর্বের দুই ম্যাচে তারা হেরেছিল। সেই আরব আমিরাতই নামিবিয়াকে ৭ রানে হারিয়ে সান্ত্বনার জয় পায়। কপাল পুড়ে নামিবিয়ার। টস জিতে ব্যাট করতে নেমে আরব আমিরাত ৩ উইকেটে ১৪৮ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নামিবিয়া ৮ উইকেটে ১৪১ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আরব আমিরাতের এটি ছিল প্রথম জয়।

জিলংয়ে টস জিতে ব্যাট করতে নেমে আরব আমিরাত রানের গতি সেভাবে বাড়াতে পারেনি। উইকেট মাত্র ৩টি পড়লেও রান করে ১৪৮। নামিবিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরব আমিরাতের ব্যাটসম্যানরা মজবুত সংগ্রহ দাঁড় করাতে পারেনি। ব্যাটিং পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও রান করে মাত্র ৩০। উদ্বোধনী জুটি ভাঙে ৩৯ রানে। ওভার তখন ৮.১টি। অরভিন্দ ৩২ বলে ২১ রান করেই দলকে অনেক পিছিয়ে দেন। আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ৪১ বলে ৫০, রিজওয়ানের ২৯ বলে ৪৩ ও বাসিল হামিদের ১৪ বলে অপরাজিত ২৫ রানের সুবাদে শুরুর ধীরগতি কাটিয়ে ৩ উইকেটে ১৪৮ রান রান করে। নামিবিয়ার হয়ে ১টি করে উইকেট নেন ডেভিড উইসি, বার্নেড ও সিকোনগো।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নামিবিয়া শুরুতেই বিপদে পড়েছিল। ব্যাটিং পাওয়ার প্লেতেই তারা ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৩৪ রান। একপর্যায়ে রান ছিল ৪৬ রানে ৫ উইকেট। ওভার ৭.৫টি। হার তরান্বিত। ১৫ ওভার শেষে নামিবিয়ার রান ছিল ৭ উইকেটে ৮৫। জয়ের জন্য তখন প্রয়োজন ৩০ বলে ৬৪ রানের। নামিবিয়ার হার সময়ের ব্যাপার। একমাত্র ডেভিড ওয়েসি ছাড়া আর কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ছিলেন না।

ঠিক তখনই জেগে উঠেন ডেভিড। হয়ে উঠেন মারমুখী। সঙ্গী হিসেবে পেয়ে যান রুবেন ট্রুমপেলমানকে। ১৫ ওভার শেষে ডেভিডের ব্যক্তিগত রান ছিল ২১ বলে ২১। এসময় প্রচণ্ড মারমুখী হয়ে উঠেন ডেভিড। ১৬তম ওভারে ১৮, ১৭তম ওভারে ১০ ও ১৮তম ওভারে ১৬ রান যোগ করলে শেষ ২ ওভারে নামিবিয়ার প্রয়োজন পড়ে ২০ রানের। কিন্তু ১৯তম মাত্র ৬ রান আসলে শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৪ রানের। যেভাবে দুই ব্যাটসম্যান রান করছিলেন তাতে করে ১৪ রানও কঠিন কিছু হওয়ার ছিল না। কিন্তু সেখানেই তারা ব্যর্থ হন। প্রথম ৩ বলে মাত্র ৪ রান আসে দুই ব্যাটসম্যানের কাছ থেকে। চতুর্থ বলে আউট হয়ে যান ডেভিড। ডেভিড ৩৬ বলে ৩টি করে চার ও ছয় মেরে ৫৫ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন। অষ্টম উইকেট জুটিতে রান আসে ৭ ওভারে ৮০। তারপরও সম্ভাবনা ছিল। শেষ ২ বলে ১০ রান করতে হতো। সেখানে তারা নিতে পারেন মাত্র ২ রান। ম্যাচ সেরা হন মোহাম্মদ ওয়াসিম।

এমপি/এসজি

Header Ad

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সারজিস-হাসনাতের গাড়িতে ট্রাকের ধাক্কা, তাদের গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে।

বিস্তারিত আসছে...

Header Ad

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ নিহতের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গায়েবানা জানাজা পড়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর বারোটার দিকে কুবি কেন্দ্রীয় মসজিদের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেছেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী।

এর আগে সকাল ১১ টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পর বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কেন্দ্রীয় কাফেটেরিয়া হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

এ ব্যাপারে জানাজায় অংশগ্রহণকারী হান্নান রহিম বলেন , 'সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ ও মানববন্ধন এর আয়োজন করা হয়। বিক্ষোভ পরবর্তী গায়েবানা জানাজার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ এবং সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ে ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবি ও উগ্রবাদী স্বপ্নীল মুখার্জির দ্রুত শাস্তির দাবি জানানো হয়।'

জানাজার ইমাম ও কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, 'আমরা মানববন্ধনের পর মিছিল নিয়ে সেন্ট্রাল মসজিদের দিকে যাচ্ছিলাম, তখন কয়েকজন প্রস্তাব জানায় গায়েবানা জানাজা করার জন্য। তাই আমরা জানাজা করার সিদ্ধান্ত নিই। এছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা হয়েছে। আমরা জানাজার মাধ্যমে সাইফুল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি।'

উল্লেখ্য, চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলার এ ঘটনায় আহত ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে।

Header Ad

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

এর আগে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কমানো হয় স্বর্ণের দাম। তার আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

Header Ad

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা