টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচটি শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচ। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে এই বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
তবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেননি শ্রীলঙ্কা। কারণ ৬ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে বসেছে দলটি।
এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারায় তারা।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো।
এসআইএইচ
