নেদারল্যান্ডকে ১২২ রানের টার্গেট দিল নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় স্কোর দাঁড় করাতে পারল না নামিবিয়ারা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২১ রান করেছে তারা। অথচ প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল আফ্রিকার এই দলটি। এখন দেখার বিষয় ১২২ রানের সহজ টার্গেট পূরণ করে জয় ছিনিয়ে আনতে পারবে কিনা ডাচরা।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তবে সিদ্ধান্তটাকে কার্যকরী করতে পারলেন না। কারণ প্রথম ৫ ওভার শেষ না হতেই মাত্র ৩২ রানে তিন টপঅর্ডারকে হারিয়ে বসেন তিনি। এতে চাপে পড়ে যায় দলটি। আউট হওয়ার আগে মাইকেল ভন লিঙ্গেন ২০, স্টিফেন বার্ড ২০ রান করেন। আর রানের খাতা খুলতেই পারেননি ডিভান লা কুক।
এরপরে উইকেট থাকার পরও চাপ থেকে বের হতে পারেনি নামিবিয়ানরা। আগের ম্যাচের ম্যাচ সেরা ইয়ান ফ্রাইলিংক এবারও সর্বোচ্চ রান করেন। তার ৪৩ রান ছাড়া পরবর্তী কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ফলে ২০ ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় ১২১।
এদিকে নামিবিয়ার ছুড়ে দেওয়া ১২২ রানের টার্গেটে খেলতে নেমে ভালোই জবাব দিয়ে যাচ্ছেন ডাচরা। ১২ ওভার খেলা শেষে একটি মাত্র উইকেট হারিয়েছেন নেদারল্যান্ডস।
ক্রিজে এখন আছেন ম্যাক্স ও’দাউদ ও বাস ডি লিডি। আউট হওয়ার আগে ভিকরাম সিং করেন ৩৯ রান।
নামিবিয়া একাদশ
ডিভান লা কুক, মাইকেল ভন লিঙ্গেন, স্টিফেন বার্ড, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, ইয়ান নিকোল লফটি ইটন, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, ভিকরাম সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারউই, টিম প্রিঙ্গল, টিম ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।
এসআইএইচ
