বেনজেমার প্রথমবার ব্যালন ডি’অর, দ্বিতীয়বার পুতেয়াসের
লিভারপুলের (বর্তমানে বায়ার্ন মিউনিখে) সাদিও মানে এবং ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে গুরুত্বপূর্ণ সব ম্যাচে জেতানোয় বড় অবদান রাখেন বেনজেমা। সেইসঙ্গে দুর্দান্ত সব রেকর্ডও করেন তিনি। এর ফলে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে গত মৌসুমে মোট ৪৪ বার প্রতিপক্ষের জালে বল জড়ান এই ফরাসি তারকা।
সোমবার (১৭ অক্টোবর) প্যারিসের থিয়েটার ডু শাটালেটে ব্যালন ডি’অর অনুষ্ঠানে এ পুরস্কার জিতেন বেনজেমা। তিনি ছাড়াও পুরস্কৃত হয়েছেন রবার্ট লেভানডফস্কি, থিবো কোর্তোয়া।
টানা দ্বিতীয়বার বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার ‘জার্ড মুলার ট্রফি’ জিতেন লেভান্ডোভস্কি। আর সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়শিন ট্রফি’ জিতেন কোর্তোয়া।
এদিকে মেয়েদের ফুটবলে টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।
গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এসআইএইচ