রাজার অলরাউন্ড নৈপুণ্যে কুপোকাত আয়ারল্যান্ড

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ৪৮ বলে ৮২ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড। ফলে ৩১ রানে জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। কোনো রান না করেই ওপেনার রেগিস চাকাভা সাঝঘরে ফিরেন। তবে ১৯ বলে ২২ রান করে শুরুর ধাক্কা সামাল দেন ওয়েলসে মাধেভেরে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি ক্রেইগ ইভান্স। তিনি ফিরেন ৯ রান করে।
দল যখন বিপর্যয়ে ঠিক সেসময় প্রতিরোধ গড়েন সিকান্দার রাজা। আইরিশ বোলারদের উপর চড়াও হন তিনি। খেলেন ৪৮ বলে ৮২ রানের দারুণ ইনিংস। তার ইনিংস সাজানো ছিল ৫টি করে চার ও ছক্কায়। শেষ দিকে ১০ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে জিম্বাবুয়েকে ১৭৪ রানের সংগ্রহ এনে দেন লুক জঙওয়ে।
আইরিশদের পক্ষে জশুয়া লিটন ২৪ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। মার্ক অ্যাডায়ার ৩৯ রান ও সিমি সিং ৩১ রান খরচ করে ২টি করে উইকেট শিকার করেন।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় আয়ারল্যান্ড। ২২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পল স্টার্লিং (০), লরকান টাকার (১১), হ্যারি টাকার (১) ও অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি (৩) রান করে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড।
জর্জ ডকরেল (২৪), কার্টিস ক্যাম্পার (২৭) ও গ্যারেথ ডেলানি (২৪) চাপ সামলে প্রতিরোধ গড়তে চাইলেও পারেননি। ১০২ রানে হারায় ৭ উইকেট। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি আইরিশরা। শেষের দিকে ব্যারি ম্যাকার্থি ১৬ বলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান।
বল হাতে জিম্বাবুয়ের পক্ষে ২৩ রান খরচ করে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবনি। এনগারাভা ও টেন্ডাই চাতারা দু'জনই ২২ রান করে দিয়ে নেন ২টি করে উইকেট। শন উইলিয়ামস ও সিকান্দার রাজা নেন ১টি করে উইকেট।
এসজি
