নামিবিয়ার জন্য ঐতিহাসিক দিন

আনন্দে ভাসছে নামিবিয়া। আনন্দে ভাসারই কথা। আইসিসি সহযোগী দেশ হয়ে টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কাকে যদি টি-টোয়েন্টি ক্রিকেটের মত বিশ্ব আসরে হারিয়ে দেয় ৫৫ রানে, তাও এবারের আসরের প্রাথমিক রাউন্ডের উদ্বোধনী ম্যাচে, সেটা তো অঘটন বটেই বিয়ের জন্য আনন্দে ভাসার উপলক্ষ। নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস তাই তাদের জন্য আজকের দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, 'আমাদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। গত বছর আমাদের জন্য ছিল খুবই রোমাঞ্চকর আর এ বছর আমরা পেলাম একটি দুর্দান্ত জয়।'
গত বছর দুবাইতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেটের প্রাথমিক রাউন্ডে নামিবিয়া চমক সৃষ্টি করেছিল যদিও প্রথম ম্যাচ তারা শ্রীলঙ্কার কাছে হেরেছিল কিন্তু পরের দুই ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়ে উঠে গিয়েছিল। সুপার টোয়েলভে। সুপার সুপার টুয়েলভে কোন ম্যাচ জিততে না পারলেও কোন কোন ম্যাচে তাদের খেলা সবার প্রশংসা করিয়েছিল।
গতবার যে শ্রীলংকার কাছে হেরে গিয়ে মিশন শুরু করেছিল এবার সেই শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করেছে এবং সেটা চলতেই আসরের প্রথম ম্যাচ হওয়াতে বড় অঘটনই জন্ম দিল তারা। নামিবিয়ার এই সাফল্যে অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন দলের প্রধান কোচ পিয়েরে ডি। ব্রুইনাকে। অধিনায়ক বলে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতার মাঝেও গত ৩ বছর তিনি আমাদেরকে গড়ে তুলেছেন, যা অন্য কেউ পারেননি। তার সেই চেষ্টার ফসলই আজকে আমাদের এই জয়।
ব্যাট হাতে ২৮ বলে ৪৪ রান করার পর বল হাতে ২৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া জান ফ্রাইলিঙ্কও খুশি তে ভাসছেন। তিনি বলেন, 'আসলে আমি কি বলবো ভাষা খুজে পাচ্ছি না আমরা যেরকম ভেবেছিলাম অর্জনটা সেরকম এসেছে। আমি খুবই রোমাঞ্চিত।'
এমপি/এএস
