শ্রীলঙ্কাকে ১৬৪ রানের চ্যালেঞ্জ দিল নামিবিয়া

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আফ্রিকান দেশ নামিবিয়া।
টস জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
শরুতে ব্যাট করতে নেমে পর পর কয়েকটি উইকেট হারালেও শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নামিবিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে তারা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন। পরের ওভারের একেবারে শেষ বলটি ছিল গুড লেন্থের। ব্যাটার ডিভান লা কুক বলটিকে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লাগিয়ে দেন। বল উঠে যায় উপরে এবং দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দী করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। পঞ্চম ওভারে গিয়ে তৃতীয় উইকেটের পতন ঘটান চামিকা করুনারত্নে। তবে নিকোল লফটি ইটনের এই উইকেটটি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। বাঁ-হাতে অসাধারণ একটি ক্যাচ ধরেন তিনি উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে।
জেন ফ্রাইলিংক ২৮ বলে ৪৪ রান করে রান আউট হন। শেষ দিকে জেজে স্মিট করেন ১৬ বলে ৩১ রান। প্রামোদ মধুশন শ্রীলঙ্কার হয়ে নেন ২ উইকেট।
আরএ/
