রবিবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক রাউন্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার পর একটা নিয়মিত দৃশ্য ছিল প্রাথমিক পর্বে বাংলাদেশের খেলা। প্রতিবারই তারা প্রা্থমিক রাউন্ডের বাছাই পার হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।
গতবার তো এই প্রাথমিক রাউন্ড পার হতে গিয়ে পা মছকানোর অবস্থা হয়েছিল। কোনো রকমে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল।
এবার আর সেই শঙ্কা নেই বাংলাদেশের । প্রথমবারের মতো সরাসরি চূড়ান্ত পর্বে জায়েগা করে নিয়েছে। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের সুবিধাজনক স্পিনিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে নিজেদের উপরে নিয়ে গিয়ে সরাসরি এবারের আসরের টিকিট পেয়েছিল।
বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে চুড়ান্ত পর্বে খেলার জন্য। কিন্তু বাংলাদেশ না থাকলেও আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক রাউন্ডের খেলা। ৮ দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপের সেরা চার দল উঠবে চুড়ান্ত পর্বে। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, নামিবিয়া, নেদাল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।
বি’ গ্রুপে খেলবে রয়েছে উইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়া ও শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বেলা ২টায় মুখোমুখি হবে নেদাল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। দুইটি খেলাই অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ের কারিডিনিয়া পার্কে।
গতবার যে ৮টি দল প্রাথমিক পর্বে খেলেছিল, তার ৩টি দলই এবার নেই। বাংলাদেশ সরাসরি খেলছে। ওমান ও পাপুয়া নিউগিনি বাছাইপর্বই পার হতে পারেনি। এই দলের জায়গা দখল করে নিয়েছে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের সরাসরি খেলার কারণে প্রাথমিক পর্ব প্রথমবারের মতো খেলতে হচ্ছে উইন্ডিজেকে।
এশিয়া কাপ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে এবার প্রাথমিক রাউন্ডে খেলতে হচ্ছে র্যাঙ্কিংয়ের কারণে।গতবারও তারা প্রাথমিক রাউন্ডে খেলে এসেছিল। এবার তারা সহজ গ্রুপে পড়েছে। তাদের সুপার টোয়েলবে যাওয়া এক প্রকার নিশ্চিত।
নামিবিয়া, নেদাল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে দ্বিতীয় দল কোনটি হবে,তা নিয়ে লড়াই হবে তাদের মাঝে। সে তুলনায় ‘বি’ গ্রুপ অনেক কঠিন। কোন দুই দল টিকিট পাবে তার পূর্বাভাস দেওয়া কঠিন। উইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড চার দলই যোগ্যতা রাখে সুপার টোয়েলভে যাওয়ার। তবে শক্তির বিচারে কিছুটা হলেও এগিয়ে আছে উইন্ডিজ।
এমপি/এমএমএ/