ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের সেরা চঞ্চল
ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের ৯টি ডিসিপ্লিনের ১৪ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে (আব্দুল মান্নান লাডু ট্রফি) বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার মাহমুদুন্নবী চঞ্চল। দৈনিক জনকণ্ঠের রুমেল খান প্রথম রানারআপ ও দৈনিক ভোরের আকাশের শামিম হাসান দ্বিতীয় রানারআপ হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএর সভাপতি সনৎ বাবলা। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব ফয়সাল তিতুমীরসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে এআইপিএ এশিয়ার সদস্য নির্বাচিত হওয়ায় বিএসপিএ সভাপতি সনৎ বাবলাকে সংবর্ধনা দেওয়া হয়। পুরস্কার বিতরণী শেষে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) সংগীত পরিবেশন করেন।
এবারের ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু হয়েছিল গত ২৫ সেপ্টেম্বর। যেখানে বিএসপিএ’র শতাধিক সদস্য ৯টি ডিসিপ্লিনের ১৪টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইভেন্টগুলো ছিল- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। এ ছাড়া নারী সদস্যরা লুডু ইভেন্টে অংশ নেন।
এমপি/এসজি