ফিফা র্যাঙ্কিংয়ে সাফজয়ী মেয়েদের উন্নতি
নেপালের কাঠমান্ডুতে হিমালয় কন্যাদের হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে বাংলাদেশ। ইতিহাস গড়া বাংলাদেশের মেয়েরা এবার পেল দারুণ সুখবর। ফিফা র্যাঙ্কিংয়ে এক লাফে ৭ ধাপ এগিয়েছে সাবিনা খাতুনের দল।
৭ ধাপ এগিয়ে বর্তমানে ১৪০ নম্বরে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হলেও অবনতি হয়েছে ভারতের। তিন ধাপ পিছিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৬১তম। আর ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়েছে। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন ১০৩ নম্বর।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে আর তৃতীয় ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে উঠে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
সেমিতে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় সাবিনা-কৃষ্ণারা। আর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ হারিয়ে ইতিহাস গড়ে বাঘিনীরা।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ১৫৫, মালদ্বীপ ১৫৯, পাকিস্তান ১৬০ এবং ভুটান ১৭৭ নম্বরে রয়েছে। র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। আর জার্মানিকে টপকে দুইয়ে জায়গা করে নিয়েছে সুইডেন।
এসজি