কিউইদের হারিয়ে ‘বাংলা ওয়াশ’ সিরিজ জিতল পাকিস্তান

স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান। আর এই জয়ের পেছনে অবদান রাখলেন পাকিস্তানের তিন ব্যাটার মোহাম্মদ নওয়াজ, হায়দার আলি ও ইফতিখার আহমেদ।
নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ১৫ ও সান মাসুদ ১৯ রানে আউট হন । তবে উইকেটে টিকে থাকেন ওপেনিংয়ে নাম মোহাম্মদ রিজয়ান। তাকে যথার্থ সাপোর্ট দিয়ে যান মিডেল অর্ডারে নাম মোহাম্মদ নওয়াজ। তবে রিজয়ান আউট হওয়ার পর ম্যাচটা পেন্ডুলামের মত ধুলছিল দুই দিকেই। সেই জায়গা থেকে ম্যাচের গতি পরিবর্তন করে দেন হায়দার আলি এবং মোহাম্মদ নওয়াজ। ১৫তম ওভারে থেকেই ২৫ রান তোলেন তারা। অবশ্য পরের ওভারেই টিম সাউদির বলে মার্ক চাপম্যানের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন হায়দার। আউট হওয়ার আগে ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
এরপর টিকনারের বলে আসিফ আলি আউট হয়ে যাওয়ায় মনে করা হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিউজিল্যান্ডের হাতে চলে যাচ্ছে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেন মোহাম্মদ নওয়াজ আর ইফতিখার আহমেদ। তাদের বদৌলতে ২০তম ওভারের তৃতীয় বোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
মোহাম্মদ নওয়াজ ২২ বলে ৩৮ ও ইফতিখার ১৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পাকিস্তানি পেসার নাসিম শাহকে তিনটি বাউন্ডারি মারেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন। তবে সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে উইলিয়ামসনরা। ফলে ৪ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
এমন পরিস্থিতিতে দলীয় স্কোরটা খুব বেশি বড় হবে না তা ধারণা করা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাই হলো। কেনে উইলিয়ামসন ব্যতীত মিডল-অর্ডারে নামা কোনো ব্যাটার উইকেটে টিকে থাকতে পারেননি। ফলে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৬৩।
৩৮ বলে চার বাউন্ডারি ও দুই ছক্বায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন উইলিয়ামসন। তিনি ছাড়া সর্বোচ্চ রান করেন গ্লেইন ফিলিপ্স(২৯) ও মার্ক চ্যাপম্যান (২৫)।
এসআইএইচ
