চট্টগ্রামকে ৯ উইকেটে হারাল সিলেট
চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে সিলেটের জয়ের দৃশ্য তৃতীয় দিনেই অনেকটা পরিষ্কার হয়ে উঠেছিল। হাতে ৬ উইকেট নিয়ে চট্টগ্রাম পিছিয়ে ছিল ২ রানে। ৪ উইকেটে রান ছিল ১৬৯। ম্যাচ বাঁচানোর জন্য তাদের প্রয়োজন ছিল ইনিংস বড় করা। কিন্তু সেখানে তারা ৬ উইকেট হারিয়ে যোগ করে ৫২ রান। এগিয়ে থাকে ৫০ রানে।
৫১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সিলেট ১ উইকেট হারিয়ে ৫২ রান করে। প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার নাবিল সামাদ।
চট্টগ্রামের ইনিংসকে বড় করতে দেননি ডানহাতি অফ স্পিনার নাঈম আহমেদ। তিনি আজ পতন হওয়া ৬ উইকেটের ৫টিই তুলে নেন। অপর উইকেট নেন আগে ৩ উইকেট নেওয়া নাবিল সামাদ।
চট্টগ্রামের ইনিংস বড় করার আশা ছিল আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও ইরফান শুক্কুরের উপর। কিন্তু তারা এখানে সফল হতে পারেননি। দিনের শুরুতেই ইরফান আউট হয়ে যান ৩ রান যোগ করে। তাকে আউট করে নাঈম তার শিকার শুরু করেন। ১৪ রান নিয়ে ব্যাট করতে নামা পারভেজ হোসেন ইমনও ফিরে যান ১৪ রানের সঙ্গে ২ রান যোগ করে।
ইফতেখার সাজ্জাদ ১৭ ও দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট পাওয়া হাসান মুরাদ অপরাজিত ১৭ রান করলে চট্টগ্রামের ইনিংস দুইশ' অতিক্রম করে। নাঈম আহমেদ ৪২ রানে ৫টি ও নাবিল সামাদ ৫৮ রানে নেন ৪টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট শুরুতে ওপেনার ইমতিয়াজকে (১) হারালেও তৌফিক খান তুষার ও অমিত হাসান আর কোনো উইকেটের পতন হতে দেননি। তৌফিক ৩৫ ও অমিত ১৫ রান করে অপরাজিত থাকেন।
এমপি/এসজি