নারী এশিয়া কাপ: টানা অষ্টমবারের মতো ফাইনালে ভারত

নারী এশিয়া কাপের অষ্টম আসরে টানা আটবারের মতো ফাইনালে উঠেছে ভারত। প্রথম সেমি ফাইনালে তারা চলতি আসরের চমক দেখানো দল থাইল্যান্ডকে হারিয়েছে ৭৪ রানে। ভারতের ৬ উইকেটে ১৪৮ রানের জবাব দিতে নেমে থাইল্যান্ড করে ৯ উইকেচে ৭৯ রান।
ভারত ফাইনাল খেলবে দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিজয়ী দলের সঙ্গে। গতবার ভারত প্রথমবারের মতো ফাইনালে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল। এর আগের ছয় আসরে তারাই ছিল চ্যাম্পিয়ন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিলেটে বিভাগীয় স্টেডিয়ামের ১ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৪৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ম্যাচ সেরা ওপেনার শাফালি ভারমা। তার ২৮ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা ও ৫টি চার। অধিনায়ক হারমানপ্রিত কাউর ৩০ বলে ৪ বাউন্ডারিতে করেন ৩৬ রান। জেমিমা রদ্রিগেজ ২৭ রান করতে বল খেলেন ২৬টি। এ ছাড়া, পূজা অপরাজিত ১৭ ও স্মৃতি ১৩ রান করেন। থাইল্যান্ডের স্বর্ননারিন থিপোচ ২৪ রানে নেন ৩ উইকেট।
লিগ পর্বে থাইল্যান্ড ভারতের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ৩৭ রানে অলআউট হয়েছিল। এবার সেই দুঃস্মৃতি মাথায় ছিল। তাই একই ঘটনার পুনরাবৃত্তি তারা ঘটতে দেয়নি। তাদের যে ব্যাটিং শক্তি, তা দিয়ে ভারতের ১৪৮ রান অতিক্রম করার মতো ক্ষমতা নেই। তাই হারকে মেনে নিয়েই ব্যবধান কমানোর লক্ষ্যে ব্যাটিং শুরু করে।
এবার আর তারা অলআউট হয়নি। ৯ উইকেটে করে ৭৯ রান। দলের হয়ে ২১ রান করে করেন নারোইমূল চাইউই ও বোচাথাম। আর কোনো ব্যাটাররা দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দিপ্তি শর্মা ৭ রানে নেন ৩ উইকেট। রাজেশ্বরি গায়কোয়াড় ২ উইকেট নেন ১০ রানে।
এমপি/এমএমএ/
