নারী ক্রিকেটের দুটি সেমিফাইনাল বৃহস্পতিবার
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে লাইন আপের দিকে তাকালেই বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমিক দর্শকের হৃদয়ের রক্তক্ষরণ হয়। কারণ সেমিফাইনালে যে নেই স্বাগতিক বাংলাদেশ। যারা আবার টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন।
এশিয়া কাপ মানেই বাংলাদেশের অন্তত সেমিফাইনাল খেলা। টেস্ট খেলুড়ে চারটি দেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের নাম অবধারিত।
এর বাইরে অন্য কোনো দলের সেমিফাইনাল খেলার চিন্তা আশাই করা যায় না। এবার তাই হয়েছে! এই অঘটন ঘটিয়েছে থাইল্যান্ড। তারা কিন্তু বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটায়নি। অঘটন ঘটিয়েছে পাকিস্তানকে হারিয়ে। বাংলাদেশ কোনো দুর্বল দলের কাছে হারেনি। তারা তিনটি ম্যাচ হেরেছিল পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কার কাছে। বাংলাদেশ সেমিফাইনালে খেলত। সেখানে বাগড়া দিয়েছে বৃষ্টি। শেষ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল সংযুক্ত আরব আমিরাতকে হারানো। কিন্তু ক্রিকেটের আজন্ম শত্রু বৃষ্টি এসে খেলা পণ্ড করে দিলে বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। জিতলে বাংলাদেশের পয়েন্ট হতো ৬, থাইল্যান্ডেরও ৬ পয়েন্ট ছিল। তখন নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে থাকত। বাদ পড়ত থাইল্যান্ড।
বৃহস্পতিবার থাইল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের এক নম্বর মাঠে খেলা শুরু হবে সকল ৯টায়। বেলা দেড়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সেমিফাইনালে ভারত এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে তাদের পয়েন্ট ছিল ১০। ১০ পয়েন্ট ছিল পাকিস্তানেরও। কিন্তু নেট রান রেটে তাদের অবস্থান থাকে দুইয়ে। ৮ পয়েন্ট নিয়ে শ্রীলংকা তিনে ও ৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড ছিল চারে।
সেমিফাইনালে আসা চারটি দলই লিগের শেষ ম্যাচে পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। থাইল্যান্ডকে ভারত উড়িয়ে দিয়েছিল ৯ উইকেটে হারিয়ে। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
এমপি/এসএন