জিততে ঢাকা মেট্রোর প্রয়োজন ৩৯ রান
২৪তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে স্বাগতিক খুলনার বিপক্ষে জয়ের জন্য ঢাকা মেট্রোর প্রয়োজন মাত্র ৩৯ রানের।
খুলনা দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে এগিয়ে থাকে ১৬৮ রানে, জয়ের জন্য ঢাকা ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে করেছে ৬ উইকেটে ১২৮ রান। হাতে আছে তাদের চার উইকেট । খুলনা প্রথম ইনিংসে শেষ করেছিল ১৩১রান। ঢাকা মেট্রোর সংগ্রহ ছিল প্রথম ইনিংসে ১৫৬ রান ।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা ৫ উইকেটে ১০৮ টা নিয়ে খেলতে নেমে বাকি ৫ উইকেটে যোগ করে আরও ৮৩ রান। তবে খুলনার এই ইনিংস আরও বড় হওয়ার কথা ছিল আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান টিপু সুলতান ও জিয়াউর রহমান অষ্টম উইকেট জুটিতে ৭৬ রান যোগ করার পর। এই দুটি ভেঙে যাওয়ার পরপরই বাকি সবাই হুড়মুড় করে আউট হয়ে যান।
জিয়াউর রহমান দলীয় ১৮৪ ও ব্যক্তিগত ৫৩ রানে শরিফুল্লার বলে শামসুর রহমান শুভর হাতে ধরা পড়ে আউট হওয়ার পর ১৯১ রানে অলআউট হয়ে যায় খুলনা। তাদের শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ৬ রানে। রকিবুল ও শরিফউল্লা মিলে শেষ করে দেন বাকি ৫ উইকেট। টিপু সুলতান আউট হন ২৮ রানে। শরিফুল্লা ২৫ রানে নেন ৫ উইকেট। রকিবুল হাসান ৩ উইকেট পেতে খরচ করেন ১৬ রান। মানিক খান ৪৬ রানে নেন ২ উইকেট।
ঢাকা মেট্রো ব্যাট করতে নেমে সাবধানে শুরু করে টার্গেট কম থাকায় তাদের মাঝে কোন তাড়াহুড়া ছিল না। ওপেনার অধিনায়ক নাঈম শেখ ১০ রান করে আউট হয়ে গেলেও অপরপ্রান্তে আরেক ওপেনার মাহফিযুল ইসলাম রবিন ছিলেন ধৈর্যের প্রতিক হয়ে।
নাঈম শেখ আউট হওয়ার পর শামসুর রহমান শুভ মাত্র ১৪ রান করে আউট হয়ে যান ।কিন্তু রবিন থেকে যান উইকেটে মাটি কামড়ে ৩২ রান করে তিনি আউট হওয়ার সময় বল খেলেছিলেন ১০৩ টি বাউন্ডারি ছিল মাত্র ২টি। সুতরাং এর আগে আমিনুল ইসলাম বিপ্লব মাত্র তিন দান করে আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়েছিল ঢাকা মেট্রো কিন্তু মার্শালা আইয়ুব ও জাহিদুজ্জামান খান জুটি গড়ে দলকে আবার টেনে নিয়ে যান। মার্শাল আইয়ুব ৪০ রান করে আউট হলেও জাহিদুজ্জামান খান ২৫ রান করে অপরাজিত আছেন। খুলনার টিপু সুলতান ১৭ রানে নেন ২ উইকেট ।
এমপি/এমএমএ/