আর নেই বাংলাদেশ ফুটবল দলের প্রথম জয়ের কারিগর
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ শহিদ উদ্দিন আহমেদ সেলিম। বনানী করবস্থানে মা–বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এদিকে এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত আটটায় শহিদ উদ্দিনের শ্বাসকষ্ট শুরু হলে পুনরায় তাকে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। পরে ভোররাত ৪টা ৪৫ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
এ ঘটনার ছয় মাস আগে একই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কারণ দাঁতের মাড়িতে টিউমার ধরা পড়েছিল। পরবর্তীতে ২০২০ সালের মাঝামাঝিতে ওই টিউমারটা ক্যানসারে রূপ নেয়। ফলে অস্ত্রোপচারের জন্য তাকে আসগর আলী হাসপাতালে ভর্তি হতে হয়। এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
উল্লেখ্য, ১৯৭২ সালে ব্রাদার্স ফুটবল দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহিদ উদ্দিন আহমেদ সেলিম। টানা ১০ বছর ক্লাবটির অধিনায়ক থাকাকালে ক্লাবের ঝুলিতে যোগ হয় অনেক অর্জন। যেমন-১৯৭৪ সালে দ্বিতীয় বিভাগে আবাহনী ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উঠা, ১৯৮০ সালে ফেডারেশন কাপে মোহামেডানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়া-এসব সাফল্যে অধিনায়ক হিসেবে অবদান রেখে গেছেন তিনি।
এ ছাড়াও ১৯৮১ সালে এশিয়া কাপের চুড়ান্ত পর্বে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন ব্রাদার্স ক্লাবের এই প্রাণপুরুষ। এর ১০ বছর পর ১৯৯১ সালে কলম্বো সাফ গেমসে জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার শিষ্যরা সেই টুর্নামেন্টে ভারতকে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ দেয়। বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে।
এসআইএইচ/