সেমি ফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কাই মুখোমুখি
শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমি ফাইনালে উঠেছে পাকিস্তান।
মঙ্গলবার (১১ অক্টোবর) সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ১ নস্বার মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮.৫ ওভারে ১১২ রান করে।
জবাব দিতে নেমে পাকিস্তান ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে। ৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১০। ভারতেরও পয়েন্ট ১০। নেট রান রেটে ভারত শীর্ষে। ৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান তিনে। চতুর্থ দল হিসেবে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে সেমিতে উঠেছে থাইল্যান্ড।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেলে।
দুইটি সেমি ফাইনালই অনুষ্ঠিত হবে আজ। পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দল আবার সেমিতে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকার ৯টায়। ভারত ও থাইল্যান্ড মুখোমুখি হবে অপর সেমিতে। খেলা শুরু হবে বেলা দেড়টায়।
টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস পেটমোটা হতে পারেনি ম্যাচসেরা ওমাইমা সোহেলির ক্যারিয়ারের সেরা বোলিংয়ের কারণে। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনি ৫ উইকেট তুলে নেন। তার আগের সেরা বোলিং ছিল ১৯ রানে ৩ উইকেট। সেটি ছিল এই আসরেই মালয়েশিয়ার বিপক্ষে। নিয়মিত বোলিং না করা এই বোলার তার ক্যারিয়ারের ১২ উইকটের ১০টি পেয়েছেন এই আসরে।
শ্রীলঙ্কার শুরুটা ছিল অনেক ভালো। পাওয়ার প্লেতে তাদের রান ছিল ১ উইকেটে ৪৭। এক পর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ৫৮। ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন চামিরা আতাপাত্তু। তিনি মাত্র ২৬ বলে ৪২ রান করে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার পর খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। তাদের পথ হারানোর কাজটি করেন ওমাইমা সোহেলি। তার কারণে কোনো ব্যাটারই উইকেটে দাঁড়াতে পারেননি। এক পর্যায়ে ৯০ রানে হারায় ৯ উইকেট। পরে ওশিদা রানাসিংহে ২৬ রান করলে তাদের রান একশ অতিক্রম করে ১১২ পর্যন্ত যায়। ওমাইমা ছাড়া তুবা হাসান নেন ২৬ রানে ২ উইকেট।
ছোট টার্গেটের পেছনে ছুটে পাকিস্তানকে জয় পেতে কখনোই বেগ হতে হয়নি। নিদা দার অপরাজিত ২৬, আালিয়া রিয়াজ ২০, আয়শা নাসিম অপরাজিত ১৬ রান করলে পাকিস্তান ৭ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয়। কাভিসা দিলহারি ১৬ রানে নেন ২ উইকেট।
এমপি/এমএমএ/