৩ হাফ সেঞ্চুরিতে সিলেটের বড় সংগ্রহ
২৪তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন প্রথম স্তরে ঢাকার ম্যাচ যেখানে দুই দিনেই শেষ হয়ে গেছে সেখানে চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটিং দাপট দেখাচ্ছেন সিলেটের ব্যাটাররা।
অধিনায়ক জাকির হাসান (৮৭), অমিত হাসান (৭৯) ও তৌফিক খান তুষারের (৬৮) হাফ সেঞ্চুরিতে সিলেট ৭ উইকেটে করেছে ৩০৩ রান। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৫ উইকেট নিয়েও সিলেটের রানের চাকা আটকাতে পারেননি। প্রথম ইনিংসে চট্টগ্রাম ১৪১ রানে অলআউট হয়েছিল। সিলেট এগিয়ে আছে ১৬২ রানে।
সিলেটের ইনিংস হৃষ্টপুষ্ট হয়েছিল তৌফিক খান ও অমিত হাসান এবং অমিত হাসান ও জাকির হাসানের জুটিতে। তৌফিক-অমিত দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৬১ রান। অমিত-জাকির জুটি তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫৪ রান।
আগের দিনের বিনা উইকেটে ১৫ রান নিয়ে খেলতে নেমে দুই ওপেনার ইমতিয়াজ ও তৌফিক সেই সংগ্রহকে নিয়ে যান দলীয় ৪৩ রানে। ইমতিয়াজ ১৯ রান করে মুরাদের শিকার হয়ে ফিরে যাওয়ার পর ক্রমান্বয়ে তৌফিক, অমিত ও জাকিরের ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ৮৩ বলে ৪ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৬৮ রান করে সৈকত আলীর বলে ইরফান শুক্কুরের হাতে ধরা পড়ে বিদায় নেন।
হাসান মুরাদের বলে বোল্ড হওয়ার আগে অমিত হাসান ৭৯ রান করতে বল খেলেন ২০৫টি। তার ইনিংসে ছিল ১ ছক্কা ও ৪ বাউন্ডারি। তার থেকে কম ১৬১ বল খেলে ১ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৮৭ রান করে হাসান মুরাদের বলেই উইকেটের পেছনে ইরফান শুক্কুরের হাতে ধরা পড়েন। জাকির আউট হওয়ার পর সিলেটের ইনিংসে একটা মিনি ধস নামে। আসাদুল্লাহ আল গালিব (১৭), শাহানুর রহমান (৭), তানজিম হাসান সাকিব ১ রানে আউট হন। এই ৩ উইকেটের ২টিই ছিল মুরাদের। সেই সঙ্গে পূর্ণ করেন ৫ উইকেট। ৩৮ ওভার বোলিং করে ১১২ রান দেন তিনি।
এমপি/এসজি