বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন
বৃষ্টি ক্রিকেটের আজন্ম শত্রু। কাউকে হাসায় কাউকে কাঁদায়। এবার বৃষ্টি কাঁদিয়েছে স্বাগতিক বাংলাদেশকে। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে দেয়নি এই বৃষ্টি।
সেমিফাইনালে উঠার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল জয়। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল সংযুক্ত আরব আমিরাত হওয়াতে বাংলাদেশের জয় নিয়ে শঙ্কা ছিল কম। যতো শঙ্কা সংখ্যা ছিল বৃষ্টি নিয়ে। এই বৃষ্টি কিন্তু গতকাল বাংলাদেশকে উল্লাস করার একটি সহজ উপলক্ষ এনে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের মেয়েরা সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি।
শ্রীলঙ্কার বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে টার্গেট দেওয়া হয়েছিল ৪২ বলে ১০ উইকেটে ৪১ রান করার। কিন্তু বাংলাদেশ সেই রান করতে পারেনি। হেরে যায় ৩ রানে। এই হারে বাংলাদেশকে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাঁড় করিয়ে দেয় মাস্ট উইন ম্যাচে। সেখানে বৃষ্টি এসে বাগড়া দিলে বাংলাদেশের মেয়েদের হতাশায় ডুবিয়ে দেয়। মাঠে গড়াতে পারেনি ম্যাচ, খেলা হয়নি একটি বলও।
পরে পরিত্যক্ত হয়ে গেলে বাংলাদেশের হতাশার বিপরীতে থাইল্যান্ডের মেয়েরা হোটেলে বসে উল্লাস করে সেমিতে উঠার। সেমিতে উঠা অপর তিন দল হল ভারত,পাকিস্তান শ্রীলঙ্কা। দুঃখ ভারাক্রান্ত মনে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে বিদায় নিতে হলো সেমিতে উঠার আগেই। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। পয়েন্ট টেবিলে তাদের অবস্থানও ৫। থাইল্যান্ডের পয়েন্ট ছয়। পাকিস্তানকে হারিয়ে চমক সৃষ্টি করে শুরু হয়েছিল থাইল্যান্ডের অগ্রযাত্রা। এরপর টানা দুই ম্যাচ জিতে তারা সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে শামিল হয়। শেষ পর্যন্ত তারা চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠে।
রাজধানী ঢাকাতে কোনো বৃষ্টি হয়নি। ছিল সূর্যের প্রখর তাপ। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে সকাল থেকেই ছিল অঝোর ধারার বৃষ্টি। সময় গড়িয়েছে। টেনশন বেড়েছে বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই ছিল না। বৃষ্টি না থামার কারণে সকাল ১০টা ৫৫ মিনিটে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলে বাংলাদেশের আকাশ কালো হয়ে আসে।
এমপি/আরএ/