মঙ্গলবার আরব আমিরাতকে হারালেই সেমিতে বাংলাদেশ
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে সেমি ফাইনালের চার দলের তিন দলই নিশ্চিত হয়ে গেছে। চতুর্থ স্থানের জন্য লড়াই করছে বাংলাদেশ ও থাইল্যান্ড। থাইল্যান্ড লিগ পর্বের খেলা শেষ করে ৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চারে।
এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে আগামীকাল সকালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আরব আমিরাত এবারের আসরে মালয়েশিয়াকে হারিয়ে একমাত্র জয় পেয়েছে। তাদের হারালেই বাংলাদেশ থাইল্যান্ডকে টপকে নেট রান রেটে চলে যাবে সেমিতে।
থাইল্যান্ডের নেট রান রেট-০.৯৪৯, বাংলাদেশের নেট রান রেট +০.৪২৩। আবার হেড টু হেরেও এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়ে থাইল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ ৯ উইকেটে।
পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে চমকসৃষ্টি করা থাইল্যান্ড টানা ৩ জয়ে সেমিতে যাওয়ার লড়াইয়ে শামিল হয়ে বাংলাদেশকে বিরাট চ্যালেঞ্জ দিয়ে বসে। সর্বশেষ বাংলাদেশ চ্যালেঞ্জে পড়ে শ্রী সোমবার (১০ অক্টোবর) লঙ্কার কাছে ৪২ বলে ১০ উইকেটে ৪১ রান করতে না পেরে ৩ রানে হেরে যাওয়ার পর।
তবে বাংলাদেশের এই টেনশন খুব বেশি সময় স্থায়ী ছিল না। দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড ভারতের কাছে শোচণীয়ভাবে হার মানে ৯ উইকেটে। যারফলে বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়ায় মঙ্গলবার আরব আমিরাতের বিপক্ষে শুধু জয়।
প্রতিপক্ষ বিবেচনায় আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের বিপক্ষে কঠিন কিছু নয়। আবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে ৪১ রান করতে না পারাটাও শঙ্কার। তবে সেব থেকে বেশি শঙ্কা আছে প্রকৃতি নিয়ে। কোনো কারণে যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাহলে কপাল পুড়বে বাংলাদেশের। তখন সেমিতে চলে যাবে থাইল্যান্ড। আবার যদি বাংলাদেশ হেরে যায়, সে ক্ষেত্রেও কপাল পুড়বে বাংলাদেশের। তাই বাংলাদেশের সামনে সহজ সমীকরণ জয়।
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলেরই পয়েন্ট সমান ৫ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেটে পাকিস্তান দুইয়ে, শ্রীলঙ্কা তিনে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে যে দল জিতবে তারাই পয়েন্ট টেবিলের দুইয়ে চলে আসবে। তখন তাদেরও পয়েন্ট হবে ১০। ভারতেরও ১০। কিন্তু ভারতের নেট রান রেট খুবই ভালো + ৩.১৪১। পাকিস্তান-শ্রীলঙ্কার যে দলই জয়ী হোক, তাদের পক্ষে ভারতের নেট রান রেট টপকে যাওয়া সম্ভব হবে না।
সেমিতে এক নম্বার দল খেলবে পয়েন্ট টেবিলের চারে থাকা দলের সঙ্গে। সে ক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ ও থাইল্যান্ড। অপর সেমিতে খেলবে দুই ও তিনে থাকা দল। এই দুই দল হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এমপি/এমএমএ/