শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল অনিশ্চিত বাংলাদেশের
নারী এশিয়া কাপের সেমিফাইনালে নাম লেখাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। গুরুত্বপূর্ণ এ ম্যাচটি মাত্র ৩ রানে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। এ হারের ফলে সেমিফাইনাল খেলা কঠিন হয়ে গেল বাংলাদেশের।
বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। সেই রান করতে পারল না বাংলাদেশ।
বৃষ্টির কারণে শ্রীলঙ্কার ইনিংস পুরোটা শেষ করা যায়নি। লঙ্কান নারী দল ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করতেই নামে বৃষ্টি। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। কিন্তু বাংলাদেশ নির্ধারিত ৭ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৭ রান।
নারী এশিয়া কাপের সেমিফাইনালে নাম লেখাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। গুরুত্বপূর্ণ এ ম্যাচটি মাত্র ৩ রানে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। এ হারের ফলে সেমিফাইনাল খেলা কঠিন হয়ে গেল বাংলাদেশের।
এদিকে ভারত-পাকিস্তানের পর এ ম্যাচ জিতে শ্রীলঙ্কাও সেমি ফাইনাল নিশ্চিত করল। ৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। শ্রীলঙ্কার পয়েন্ট ৮। সেমি ফাইনালে চতুর্থ দলটির জন্য লড়াইয়ে হবে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে আগমীকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। থাইল্যান্ড শেষ ম্যাচ খেলছে আজ ভারতের বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। সেই রানও করতে পারল না বাংলাদেশ।
এর আগে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার ইনিংস পুরোটা শেষ করা যায়নি। লঙ্কান নারী দল ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করতেই নামে বৃষ্টি। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। কিন্তু বাংলাদেশ নির্ধারিত ৭ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ৩৭ রান।
টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের বোলাররা বেশ ভালোভাবেই লঙ্কান ব্যাটরাদের চেপে ধরেছিলেন। রান করতে দিচ্ছিলেনই না। চার স্পিনার সালমা, সানজিদা, রুমানা ফাহিমার ঘুর্ণি বলে বিপাকে পড়ে লঙ্কান ব্যাটাররা। বৃষ্টির কারণে ১৮.১ ওভারে খেলা বন্ধ হওয়ার সময় তাদের রান ছিল ৫ উইকেটে মাত্র ৮৩। নিলখাশি ডি সিলভা সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন। রুমানা ১৪ রানে নেন ২ উইকেট। সানজিদা ১৩ রানে, ফাহিমা ১৬ ও সালমা ১৭ রানে নেন ১টি করে উইকেট।
বৃষ্টির কারণে শ্রীলঙ্কাতো বাকি ওভার ব্যাটিং করতেই পারেনি, এমন কি ম্যাচ পরিত্যাক্ত হওয়ার মতো অবস্থা হয়েছিল। পরে বৃষ্টি থেমে গেলে বাংলাদেশের সামনে টার্গেট দেওয়া হয় ৭ ওভারে ৪১ রান। হাতে পুরো ১০ উইকেট। খুবই সহজ টার্গেট। ৪২ বলে ৪১ রান। কিন্তু গোটা আসরে ব্যাটিং ব্যর্থতার জালে আটকা পড়ে থাকা বাংলাদেশের ব্যাটাররা এই ম্যাচেও সেই জাল ছিন্ন করতে পারেননি। যে কারণে এমন সহজ টার্গেটও তাদের পক্ষে অতিক্রম করা সম্ভব হয়নি। বলে বলে রান করলেও জয় চলে আসে। কিন্তু সেই কাজটিও তারা করতে পারেননি। ফলাফল যা হবার তাই হয়। ৭ উইকেট হারিয়ে ৩৭ রান পর্যন্ত যেতে পারে তারা। ১১ বলে সর্বোচ্চ ১২ রান আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে।
বাংলাদেশের সহজ টার্গেটকে অসম্ভব করে তুলেন ইনোকা রানাবীরা। শেষ ২ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রানে। হাতে ৮ উইকেট। রানাবীরা আগেও ওভারে মাত্র ৪ করে রান দেন। কোনো উইকেট নিতে পারেননি। কিন্তু দ্বিতীয় স্পেলে দ্বিতীয় ওভার করতে এসে তিনি সেই ওভারেই তুলে নেন ৪ উইকেট। রান দেন ৩। তারপরও টার্গেট অসম্ভব ছিল না। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১১ রানের। বোলার ছিলেন ওসাদি রানাসিংহে। কিন্তু তার ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পারে ৭ রান। রানাবীরা ২ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।
এমপি/আরএ/