আরব আমিরাতকে ৭১ রানে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতকে ৭১ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।
সোমবার (৯ অক্টোবর) সিলেট বিভাগীয় স্টেডিয়ামের এক নম্বর মাঠে পাকিস্তান টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৪৫ রান করে ।
জবাব দিতে নেমে আরব আমিরাত বিশু বার খেললেও ৫ উইকেটে করে মাত্র ৭৪ রান। ৫ ম্যাচে পাকিস্তানের এটি ছিল চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় নেট রান রেটে তারা আছে দ্বিতীয় স্থানে।
সমান ম্যাচে সমান জয় নিয়ে ভারতেরও পয়েন্ট আট। কিন্তু নেট রান রেটে তারা সবার উপরে। সেমিফাইনালে প্রথম দল ছিল ভারত।
সেমিফাইনালে বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে আছে শ্রীলঙ্কা থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে পথ দেখান অপেনার মনিবা আলী ও আলিয়া রাজ। মনিবা আলী ৪৫ বলে এক ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৪৩ রান করে আউট হয়ে গেলেও আলিয়া রিয়াজ ৩৬ বলে তিন ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৫৭ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া, নিদা দার করেন ১৭ বলে চার বাউন্ডারিতে অপরাজিত ২৫ রান। আলিয়া ও নিদা ষষ্ঠ উইকেট জুটিতে ৫.৪ ওভারে ৬৭ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন । আরব আমিরাতের এশা ওজা ২২ রানে নেন ৩ উইকেট।
আরব আমিরাত ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি।
রান সংগ্রহে তারা অনেক পিছিয়ে পড়ে। কাইসা এগোডেজ ১৮ রান করতে বল খেলেন অকল্পনীয় ৪৩ টি। থির্থা সতিশা ১৪ রান করতে বল খেলেন ২২টি।
খুশি শর্মা অপরাজিত ২০ রান করতে বল খেলেন ১৯ টি। পাকিস্তানের সাদিয়া ইকবাল, আইমান আনোয়ার, নাসারা সান্দু ও ওমাইমা সোহেল একটি করে উইকেট নেন ম্যাচ সেরা হয়েছেন আলিয়া রিয়াজ।
এমপি/এমএমএ/