সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশকে থাইল্যান্ডের চ্যালেঞ্জ
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে চমক সৃষ্টি করা থাইল্যান্ড টানা তৃতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই শামিল হয়েছে। তাদের এই অগ্রযাত্রায় বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটা ঝুঁকির মুখে। আজ তারা ৫০ রানে হারিয়েছে মালয়েশিয়াকে ৬ ম্যাচে টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে থাইল্যান্ডের অবস্থান চারে এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে।
থাইল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে আগামীকাল সোমবার (১০ অক্টোবর) ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ দুই খেলা আগামীকাল শ্রীলঙ্কা ও তারপর দিন আরব আমিরাতের বিপক্ষে। থাইল্যান্ড যেমন ভারতের বিপক্ষে জয়ের আশা করে না তেমনি বাংলাদেশের জন্যও শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়াটা কঠিন তবে প্রতিপক্ষ বিবেচনায় আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়টা শুধু সময়ের ব্যাপারই বলা যায়। সে ক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে নেট রান রেটে নির্ধারিত হবে কোন দল সেমিফাইনালে যাবে। তবে দুঃখীর মুখে আছে শ্রীলঙ্কাও তাদের শেষ দুই ম্যাচ বাংলাদেশ ছাড়া অন্যটি পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ তারা হেরে গেলে তাদেরও পয়েন্ট ৬ হয়ে যাবে। তখন নেট রান রেটে তারাও সামিল হবে থাইল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে।
মাঠে থাইল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১০০ পনেরো রান করে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ম্যাচ সেরা নান্নাপাট। এ ছাড়া অধিনায়ক নারোইমুল ২৮, চানিদা ২৪ নাথাখান ১০ রান করেন। মালয়েশিয়ার উইনিফ্রেড ১৩ রানে নেন দুই উইকেট।
জবাব দিতে নেমে মালয়েশিয়া পুরো ২০ ওভার খেললেও আট উইকেটে করে মাত্র ৬৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন মাহিরা। এ ছাড়া ১৫ রান করে করেন উইনি ফ্রেন্ড ও আলসার হান্টার। থিপাটছা ৭ রানে নেন ২ উইকেট।
এমপি/এসএন