নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ, বাংলাদেশের নেই কোনো বার্তা
একেই বলে দুঃসময়। তিন জাতি টি-টোয়েন্টি আসরে বাংলোদেশ রবিবার (৯ অক্টোবর) নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। অথচ বিসিবির তরফ থেকে নেই কোনো বার্তা। সচরাচর এমনটি হয় না। সর্বশেষ অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হিসেবে যে কারও ভিডিওবার্তা পাঠানো হতো।
এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানের একটি সাদামাটা ভিডিও পাঠানো হয়েছিল ১ মিনিটের সামান্য কিছু বেশি সময়ের। পরে ম্যাচ শেষেও আরেকটি ভিডিও পাঠানো হয়েছিল। কিন্তু আজ (৮ অক্টোবর) নেই কোনো ক্রিকেটারের ভিডিওবার্তা। অথচ আজ অধিনায়ক সাকিব আল হাসান প্রথমবারের মতো অনুশীলন করেছেন। বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে তিনি না থাকায় কোনো সংবাদ সম্মেলন হয়নি। জানা যায়নি সিরিজ নিয়ে কোনো পরিকল্পনা বা প্রত্যাশার কথা। আজ তিনি অনুশীলন করায় সেটি ছিল খুবই প্রয়োজনীয়। কারণ দেশের অগণিত মানুষ ক্রিকেট দলের খেলা হলে দলের খবরা-খবর জানতে আগ্রহী থাকে। কিন্তু বিসিবির পক্ষ থেকে শুধুমাত্র সাকিবের অনুশীলন করার ভিডিও আর ছবি পাঠিয়েই দায়িত্ব পালন শেষ! যে কারণে কালকের ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা কী, সেরা একাদশে কোনো পরিবর্তন আসবে কি না, সাব্বির-মিরাজের উদ্বোধনী জুটি নিয়ে চলতে থাকা পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকবে নাকি নতুন কাউকে ল্যাবরেটরিতে পাঠানো হবে সবকিছুই অজানা থেকে গেছে।
বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি অধিনায়ক সাকিব আল হাসানের ফিরে আসা। পরিবারকে সময় দিতে ও উইন্ডিজে সিপিএল খেলার কারণে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ ও চলতি আসরে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি। তিনি খেলায় সেরা একাদশে একটি পরিবর্তন হতেই যাচ্ছে। সেখানে বাদ পড়বেন কে সেটাই দেখার বিষয়। সম্ভাবনা বেশি নাসুম আহমেদের। এই সিরিজকে যেহেতু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে, সে কারণে একাদশে একাধিক পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। বাংলাদেশ ২১ রানে ও নিউ জিল্যান্ড ৬ উইকেটে হেরেছিল।
বাংলাদেশ-নিউ জিল্যান্ড দুই দল এর আগে ১৫ বার মুখোমুখি হয়েছে। নিউ জিল্যান্ড ১২ বার ও বাংলাদেশ ৩ বার জিতেছে। বাংলাদেশ ৩ বারই জিতেছিল ২০২১ সালে ঘরের মাঠে সিস্পিং উইকেট বানিয়ে। অবশ্য এই সিরিজে বাংলাদেশ দল জয়ের কোনো আশা করছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিই মূখ্য।
এমপি/এসজি