শ্রীলংকার সামনে উড়ে গেল মালয়েশিয়া
মালয়েশিয়াকে ৭২ রানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলংকা সেমিফাইনালের প্রতি এক পা দিয়ে রাখল। শ্রীলংকার চার ম্যাচে এটি ছিল তৃতীয় জয় অপরদিকে মালয়েশিয়ার পাঁচ খেলায় ছিল টানা পঞ্চম হার। আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামের এক নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৭ উইকেটে করে ১০৫ রান। জবাব দিতে নেমে মালয়েশিয়া ৯.৫ ওভারে মাত্র ৩৩ রানে অলআউট হয়ে যায়। শ্রীলংকার এই রান ছিল এবারের আসরে সর্বনিম্ন।
টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ভালো ছিল না। মাত্র ৪.৩ ওভারে ১৪ রানে তিন উইকেট হারিয়ে তারা বিপদেই পড়েছিল। এই ধাক্কা পরে তারা আর কাটিয়ে উঠতে পারেনি। ওসাদি রানাসিংহে ২৩ রান, অধিনায়ক চামারি আতাপাত্তু ও নীলখাসি ডি সিলভা ২১ রান করে এবং মাইশা সেহানি ১৪ রান করেন। মালয়েশিয়ার শাসা আজমি ১০ ও আইন্না হামিজা ২৩ রানে দুটি করে উইকেট নেন।
জয়ের জন্য মালয়েশিয়ার সামনে টার্গেট খুব বেশি ছিল না। কিন্তু সেই রান তাড়া করতে নেমে তারা শুরুতেই পড়ে মহা বিপর্যয়ে। ব্যাটিং পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৫.৪ ওভারে ২৩ রানে চার উইকেট হারায়। বাকি ৬ উইকেট হারায় মাত্র ২ রানে। চার উইকেটে ৩১ রান থেকে ৩৩ রানে অলআউট। তিন ওভারে দুই রানে পড়ে এই ছয় উইকেট। দলের পক্ষে একমাত্র ওপেনার ইলসা হান্টার দুই অঙ্কের রান করেন। তিনি ১৮ রান করে আউট হন শ্রীলংকার পক্ষে মাইশা এমপি সেহানি মাত্র ১.৫ ওভার বোলিং করে দুই রানে নেন ৪ উইকেট। এ ছাড়া সুগন্ধিকা কুমারী ও রানাবিরা দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মাইশা সেহানি।
এমপি/এসএন