দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতকে হারাল পাকিস্তান
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শুক্রবার (৭ অক্টোবর) মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আগের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হারের পর এবার ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারেই অলআউট হয়ে যায় ভারত। ফলে ১৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এটি এবারের টুর্নামেন্টে ভারতের প্রথম হার। প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল তারা।
৩৩ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান যখন ধুঁকছিল ঠিক তখন ব্যাট হাতে প্রতিরোধ গড়েন নিদা দার। ৩৭ বলে খেলেন অপরাজিত ৫৬ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়। দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তিনি। এ ছাড়া বিসমাহ মারুফ ৩২, মুনেবা আলি ১৭, সিদরা আমিন ১১ রান করেন। ভারতের হয়ে দিপ্তি শর্মা ২৭ রান দিয়ে ৩টি, পূজা ভাস্ত্রাকার ২৩ রান দিয়ে ২টি এবং রেনুকা সিং ২৪ রান খরচ করে শিকার করে ১টি উইকেট।
এদিকে ভারতের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন রিচা ঘোষ। এ ছাড়া ডায়লান হেমলতা ২০, স্মৃতি মান্ধানা ১৭, দিপ্তি শর্মা ১৬, সাভিনেনি মেঘনা ১৫, হারমানপ্রিত কৌর ১২ রান করেন। বাকি কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।
পাকিস্তানের হয়ে ৩০ রান দিয়ে নাশরা সান্ধু ৩টি, ২৪ রান খরচ করে সাদিয়া ইকবাল ও ২৩ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন নিদা দার। ১টি করে উইকেট নেন আইমান আনোয়ার ও তুবা হাসান। আইমান ১৪ রান ও তুবা খরচ করেন ৩২ রান।
এসজি