আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে থাইল্যান্ড
আগের দিন পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ড এবার আরব আমিরাতকে ১৯ রানে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে শামিল হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দিনের প্রথম ম্যাচে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১০৮ রান করে থাইল্যান্ড। জবাব দিতে নেমে আরব আমিরাত ৮ উইকেটে ৮৯ রান পর্যন্ত যেতে পেরেছিল।
টস হেরে ব্যাট করতে নেমে থাইল্যান্ড খুব বেশি রান করতে পারেনি। আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ উইকেটে ১০৮ রান করে তারা। সর্বোচ্চ অপরাজিত ৩৭ রান আসে অধিনায়ক নারোইমূল চাইউইর ব্যাট থেকে। তার ৫২ বলের ইনিংসে ছিল একটি চার। এ ছাড়া স্বর্ণনারিন টিপোচ ২৫, রোশিনান কানো ১৯ ও নাথাখাধ চানতাম ১২ রান করেন। আরব আমিরাতের খুশি শর্মা মাহিকা গৌর ও ছায়া মুঘল একটি করে উইকেট নেন।
জয়ের জন্য প্রয়োজন মাত্র ১০৭ রান। কিন্তু থাইল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান সংগ্রহ করতে পারেননি আরব আমিরাতের ব্যাটাররা। ফলে পুরো ২০ ওভার খেলেও তারা ৮ উইকেটে মাত্র ৮৯ রান করে।
কাবিশা এডুকেজ সর্বোচ্চ ২৯ রান করেন ৪১ বল খেলে। অধিনায়ক ছায়া মুঘল ১৭, খুশি শর্মা ১২ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। থাইল্যান্ডের ম্যাচ সেরা থিপাতছা ও অন্নিচা কামাচুম্পো ২টি করে উইকেট নেন।
এমপি/এসজি