পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ড মেয়েদের চমক
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে থাইল্যান্ডের মেয়েরা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এক নম্বর মাঠে পাকিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১১৬ রান। জবাব দিতে নেমে থাইল্যান্ড ১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান করে এ অঘটন ঘটায়। তিন ম্যাচে পাকিস্তানের এটি ছিল প্রথম পরাজয় আর থাইল্যান্ডের প্রথম জয়।
অধিনায়ক বিসমা মারুফ টস দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে তার ব্যাটারা সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি। থাইল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একমাত্র ওপেনার সিজদা আমিন ছাড়া আর কেউ সেভাবে রান সংগ্রহ করতে পারেননি। সিদরা আমিন ৬৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৬ রান করেন। এ ছাড়া মুনিবা আলী ১৫, নিদা দার ১২, আলিয়া রাজ ১০ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। থাইল্যান্ডের স্বর্ণনারীন টিপোচ ২০ রানে নেন দুই উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে থাইল্যান্ড নাতাখান চানতামের ব্যাটে ভর করে জয়ের নাগাল পেয়ে যায়। তিনি ৫১ বলে দুই ছয় পাঁচ চারে ৬১ রান করে ম্যাচ সেরা হন। অধিনায়ক চাই উই ১৭ ও ওপেনার নান্নাপাত ১৩ রান করেন। পাকিস্তানের তোবা হাসান ১৮ ও নিদাদার ২৬ রানে দুটি করে উইকেট নেন।
এমপি/আরএ/