ত্রিদেশীয় টুর্নামেন্ট
দল হিসেবে খেলতে চান সোহান
‘বাংলা ওয়াশ’ নামে তিন জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। তার আগে বুধবার (৫ অক্টোবর) দলের প্রস্তুতি, পরিকল্পনা নিয়ে কথা বললেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
দলের পরিবেশ জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো।’
রণকৌশল ও পরিকল্পনা সাজাতে সাকিবের অপেক্ষাতেও তারা নেই-এ কথা জানিয়ে সহ-অধিনায়ক , সোহান বলেন, ‘সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের সবার কাছে একটা বার্তাই দেওয়া হচ্ছে যে আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। ফল কী হবে তা আগে থেকে অনুমান করার সুযোগ নেই।’
ত্রিদেশীয় টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলীয় পারফরম্যান্সে জোর দিচ্ছেন সোহান। এ নিয়ে তার ভাষ্য, ‘আমরা যদি আমাদের কাজগুলো সততার সঙ্গে পরিশ্রম দিয়ে করতে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো দল হিসেবে খেলা। ব্যক্তিগতভাবে চিন্তা না করে আমরা যদি দল হিসেবে চিন্তা করি কারণ ১১ জনই হয়তো পারফর্ম করবে না। আমার মনে হয় যে যার যে পরিস্থিতিতে দলের জন্য যতটুকু করা দরকার ওইটা যদি আমরা করতে পারি তাহলে ভালো কিছু হবে। আমাদের সবার মনোযোগ ওখানেই থাকে, আমরা দলের জন্য পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে পারি।’
এসআইএইচ