ওয়ানডে ক্রিকেটে আগ্রহ নেই ফিঞ্চের
কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির অধিনায়কের গুরুদায়িত্ব পড়েছে তারই কাঁধে। ঠিক এ কারণেই কি ওয়ানডে ক্রিকেটকে রোমাঞ্চকর বলছেন না তিনি।
এ প্রসঙ্গে অ্যারন ফিঞ্চ গণমাধ্যমকে বলেন, ‘এটি এমন কিছু যার জন্য আমি কোনো অনুশোচনা করছি না। ৫০ ওভার ফিল্ডিং করার চিন্তা আমাকে আর রোমাঞ্চিত করে না। ২০ ওভার অবশ্যই রোমাঞ্চকর। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আশা করি এটি আমাকে আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে সহায়তা করবে।’
এ সময় নিজেই জানালেন ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেট মাঠের অনুশীলনকে মিস করবেন এই অধিনায়ক। তিনি বলেন, ‘একমাত্র যে জিনিসটি আমি মিস করবো তা হল অনুশীলন। আমি আসলে অনুশীলন করতে ভালোবাসি।’
এসআইএইচ