মিথুনের নেতৃত্বে তামিলনাড়ু যাবে বিসিবি একাদশ
মোহাম্মদ মিথুনের নেতৃত্বে বিসিবি একাদশ ভারতের তামিলনাড়ু একাদেশের বিপক্ষে ২টি চারদিনের ও ৩টি একদিনের ম্যাচ খেলবে। বর্তমানে জাতীয় দল ব্যস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা নিউজিল্যান্ডে আছে। সেখানে পাকিস্তানের অংশগ্রহণে খেলবে তিন জাতির আসর। এই দলের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটার ও বাদ পড়া এবং আশে-পাশা থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে দুইটি দল।
এ বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপেক্ষে টেস্ট সিরিজে পর নেতৃত্ব হারানোর মুমিনুল হক আবার মাঠে ফিরবেন এই সিরিজ দিয়ে।
বাংলাদেশ দল তামিলনাড়ু যাবে ৯ অক্টেবোর। সিরিজ শুরু হবে চারদিনের ম্যাচ দিয়ে । চারদিনের ২টি ম্যাচ শুরু হবে ১২ ও ১৯ অক্টোবর। একদিনের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
চারদিনের সিরিজে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে সিরিজে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
এমপি/এমএমএ/