মালয়েশিয়াকে হারিয়ে আরব আমিরাতের প্রথম জয়
মালয়েশিয়াকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি নারী এশিয়া কাপ ক্রিকেটে তিন ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ার ৩ ম্যাচে ছিল তৃতীয় হার।
টস জিতে ব্যাট করতে নেমে মালয়েশিয়া পুরো ২০ ওভার খেলেও ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান করে। সংযুক্ত আরব আমিরাত সেই রান অতিক্রম করে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৯১ রান।
বুধবার (৫ অক্টোবর) সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ২ নম্বার মাঠে এবারের শেষ ম্যাচে মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংহাম টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেননি। ইনিংসের উদ্বোধন করতে নেমে তিনি নিজে সর্বোচ্চ ৩৩ রান করলেও তার বিনিময়ে বল খেলতে হয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি ৫৩টি।
আরেক ওপেনার ওয়ান জুলিয়া ৯ রান করতে বলে খেলেন ১৭টি। অধিনায়ক ছাড়া দুই অঙ্কের রান করা আরেক ব্যাটার মাস এলিশা ১৪ রান করেন ২৭ বল খেলে। তাদের ইনিংসে ডট বল ছিল ৭৯টি। আরব আমিরাতের হয়ে ১টি করে উইকেট নেন ইন্ধোজা, ভিষনাভে, এশা ওজা ও ছায়া মুঘাল।
জয়ের লক্ষে ব্যাট করতে নেমে আরব আমিরাতকে বড় জয় এনে দেনে ওপেনার থিরথা শতিষ। তিনি ৬০ বলে ৮ চারে ৬২ রান করে অপরাজিত থাকেন। যদিও ইনিংসের শুরুতেই ১৮ রানে তারা ২ উইকেট হারিয়েছিল।
এরপর ম্যাচ সেরা থিরথা শতিষ অধিনায়ক ছায়া মুঘালকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন ১২.৩ ওভারে। যেখানে ছায়ার অবদান ছিল মাত্র ১৭ রানের। এ জন্য তিনি বল খেলেন রানের ডাবল ৩৪টি। শেষ পর্যন্ত থিরথা কাভিসা এগোডেজকে নিয়ে ১৯.১ ওভারে ৯১ রান করে দলকে প্রথম জয় এনে দেন। মালয়েশিয়ার শাষা আজমি ও হিরাহ ইজ্জতি ১টি করে উইকেট নেন।
এমপি/এমএমএ/