তিন জাতি সিরিজের নাম ‘বাংলাওয়াশ’, ট্রফি উন্মোচন
বাংলাদেশ পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়ার তিনজাতি সিরিজের নামকরণ করা হয়েছে ‘বাংলাওয়াশ’।
বুধবার (৫ অক্টোবর) এই সিরিজের ট্রফি উন্মোচনও করা হয়েছে। ট্রফি উন্মোচনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস উপস্থিত থাকলেও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না।
ছুটিতে থাকা শাকিব আল হাসান এখনো দলের সঙ্গে যোগ দেননি আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সিরিজ শুরু হবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের খেলা দিয়ে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই তিন জাতির আসর তিন দলের জন্যই প্রস্তুতিমূলক। জমজমাট একটি সিরিজ হবে এমন প্রত্যাশী সবার।
কিন্তু সিরিজ শুরু হওয়ার আগেই সিরিজের নামকরণটা সবার নজর কেড়েছে, ছে বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য। এই বাংলা ওয়াশের আছে একটি ইতিহাস।
২০১০ সালে বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ওয়ানডে সিরিজ টাইগাররা।সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ জেতার পরপরই ধারাভাষ্যকার আতাহার আলী বলে উঠেছিলেন বাংলাওয়াশ। তারপর থেকেই বাংলা ওয়াশ শব্দটি বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছিল। এরপর আবার ফিরে এসেছি এবার তিন জাতি সিরিজকে সামনে রেখে।
এমপি/এমএমএ/