প্লজেনকে হারিয়ে বায়ার্নের নতুন রেকর্ড

এবার ভিক্টোরিয়া প্লজেনকে বড় ব্যবধানে হারাল বায়ার্ন মিউনিখ। সেইসঙ্গে নতুন এক রেকর্ডও গড়ল তারা।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে প্লজেনের বিপক্ষে ৫-০ গোলে জিতে বায়ার্ন। আর এ জয়ের মধ্যে দিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে টানা ৩১ ম্যাচ জিতল দলটি।
এলিয়েঞ্জ এরেনায় অনুষ্ঠিত এই ম্যাচের সপ্তম মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জে জিনাব্রি। ২১তম মিনিটে ব্যবধান আরও বড় করেন সাদিও মানে। ফলে স্কোর লাইন দাড়ায় ৩-০। এর চার মিনিট পর বায়ার্ন এক হালি গোল পেয়ে যেতো যদি প্রতিপক্ষের জালে বল জড়াতে পারত।
তবে দ্বিতীয়ার্ধে দাপট ধরে রাখে বায়ার্ন মিউনিখ। এ কারণে খেলা শুরুর ৯ মিনিটের মধ্যে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে ফেলে জার্মান ক্লাবটি। ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সানে। আর ৫৯তম মিনিটে ৫-০ করেন বদলি খেলোয়াড় চিওপো মতিং।
এসআইএইচ
