আরব আমিরাতকে ১০৪ রানে হারিয়ে শীর্ষে ভারত
সংযুক্ত আরব আমিরাতকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাকিস্তানকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে শিরোপা প্রত্যাশী ভারত। তিন ম্যাচে তাদের এটি ছিল তৃতীয় জয়। পয়েন্ট ৬। এক ম্যাচ কম খেলে পাকিস্তানের পয়েন্ট ৪। আরব আমিরাতের এটি ছিল টানা দ্বিতীয় হার।
মঙ্গলবার (৪ অক্টোবর) সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ভারত টস জিতে ব্যাট করতে নেমে ৬ উিইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে আরব আমিরাত পুরো ২০ ওভার খেলেও রান করে মাত্র ৭৪ রান।
ভারত ৫ উইকেটে ১৭৮ রানের বিশাল স্কোর গড়ে তুললেও তাদের শুরুটা ছিল খুবই বাজে। এক পর্যায়ে ২০ রানে হারিয়েছিল ৩ উইকেট। ব্যাটিং পাওয়ার প্লেতে তাদের রান ছিল ৩ উইকেটে মাত্র ২৩। সেখান থেকে দলের রান ১৭৮ পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে মূখ্য ভুমিকা ছিল জেমিমা রড্রিগেজ ও দিপ্তি শর্মার।
এই দুই জনে চতুর্থ উইকেট জুটিতে ১৩.২ ওভারে ১২০ রান যোগ করেন। দিপ্তি শর্মা ৪৯ বলে ২ ছক্কা ও ৫ চারে ৬৪ রান করে আউট হলেও ম্যাচসেরা জেমিমা ৭৫ রান করে অপরাজিত থাকেন। তার ৪৫ বলের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। আরব আমিরাতের শুরকসা কুটি, মাহিকা গুউর, এশা ওজা,ছায়া মুগল ১টি করে উইকেট নেন।
বিশাল টার্গেটের পেছনে ছুটে অপেক্ষাকৃত দূর্বল আরব আমিরাতের শুরুটা ছিল ভারতেরও চেয়ে বাজে। মাত্র ৫ রানে হারায় তারা ৩ উইকেট। কাভিশা ও এগোডেজ ও খুশি শর্মা এই পতন রোধ করেন। জয় সম্ভব নয়, তাই তারা টিকে থাকার দিকে মনযোগ দেন। যে কারণে জুটিতে ৫৮ রান আসলেও ওভার খেলা হয় ১৫.৪ ওভার। খুশি ৫০ বল খেলে করেন ২৯ রান করে আউট হন। কাবিশা ৫৪ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ভারতের রাজশওয়ারি গায়কোয়াড় ২০ রানে নেন ২ উইকেট।
এমপি/এমএমএ/