নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা
বাংলাদেশের সিলেটে যখন অনুষ্ঠিত হচ্ছে ৭ জাতির নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ, ঠিক তখন আইসিসি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। খেলা শুরু হবে ১০ ফেব্রুয়ারি।
প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১১ ফেব্রুয়ারি মাঠে নামবে উইন্ডিজ ও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।
বাংলাদেশ প্রথম মাঠে নামবে আসরের তৃতীয় দিন ১২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমি ফাইনাল। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি কেপটাউনে। সেমি ফাইনাল ও ফাইনাল খেলায় একদিন করে রির্জাভ ডে রাখা হয়েছে।
আগামী আসরে দুই গ্রুপে খেলবে ১০টি দল। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ-আফ্রিকা, শ্রীলঙ্কা। বাংলাদেশ মুল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে।‘বি’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান।
বাংলাদেশের খেলার সূচি
১২ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, কেপটাউন
১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, গকেবেরহায়
১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কেপটাউন
২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, কেপটাউন
এমপি/এমএমএ/