বৃষ্টি আইনে মালয়েশিয়াকে হারাল ভারত
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মালয়েশিয়াকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩০ রানে হারিয়ে নারী এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শিরোপা প্রত্যাশি ভারত। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৪ উইকেটে ১৮১ রান করে।
জবাব দিতে নেমে মালয়েশিয়া ৫.২ ওভারে ২ উইকেটে রান করার পর বৃষ্টি শুরু হলে আর খেলাই শুরু করা সম্ভব হয়নি। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ৩০ রানে জয়ী হয়। টানা দ্বিতীয় জয় পেলেও ভারত পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সমান জয় নিয়ে নেট রান রেটে পাকিস্তান সবার উপরে।
দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে বাংলাদেশকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছিল। এবারে আসরে পাকিস্তান ও ভারত এই দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। হারলেও বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের তৃতীয় স্থান ধরে রেখেছে। বাংলাদেশর সমান পয়েন্ট শ্রীলঙ্কারও। কিন্তু নেট রান রেটে তারা আছে চতুর্থ স্থানে।
এবারের আসরে শুরু থেকেই ছিল রান খরা। আগে ব্যাট করা দল গড়তে পারেনি বড় ইনিংস। এমনকি আজকের দিনের প্রথম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে করেছিল মাত্র ৭০ রান। কিন্তু ভারত ৪ উইকেটে ১৮১ রান এবারে আসরের সর্বোচ্চ।
ভারতের এই ইনিংস গড়ায় মুখ্য ভুমিকা পালন করেন দুই ওপেনার সাববিহিনিনি মেঘানা ও শাফালি ভার্মা। দুই জনে উদ্বোধনী জুটিতে ১৩.৫ ওভারে ১১৬ রান যোগ করেন। মেঘানা ৫৩ বলে ১ ছক্কা ও ১১ চারে ৬৯ রান করে দুরাইসিঙ্গামের বলে মাহিরাহ ইজ্জাতি ইসমাইলের হাতে ধরা পড়ে বিদায় নেন।
তিনি আউট হওয়ার পর সাফালি ভার্মা ও রিচা ঘোষ ৪.২ ওভারে যোগ করেন আরও ৪২ রান। এবার জুটি ভাঙ্গে শাফালি ভার্মা । তিনি ৩৯ বলে ৩ ছক্কা ও ১ চারে ৪৬ রান করে নুর দানিয়ার বলে বোল্ড হয়ে যান। রিচা ঘোষ খেলেন মারমুখি ইনিংস। তিনি মাত্র ১৯ বলে ১ ছকআক ও ৫ চারে ৩৩ রান করে অপরাজিত থাকেন। মালয়েশিয়ার নুর দানিয়া ৯ ও দুরাইসিঙ্গাম ৩৬ রানে নেন ২টি করে উইকেট।
বড় টার্গেটের পেছনে ছুটে মালয়েশিয়া শুরুতেই বিপর্যয়ে পড়ে। মাত্র ৬ রানে হারায় ২ ওপেনার অধিনায়ক দুরাইসিঙ্গাম (০) ওয়ান জুলিয়াকে (১)। মাস এলিশা ও ইলশা হান্টার এসে পতন রোধ করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি দূর যেতে পারেননি। ২.১ ওভারে ১০ রান যোগ করার পর বৃষ্টি শুরু হয়। সেখানেই থেমে যায় খেলা। মালয়েশিয়ার রান ছিল তখন ২ উইকেটে ১৬। পরে সে অবস্থাতেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ৩০ রানে বিজয়ী হয়। ভারতের হয়ে ১টি করে উইকেট নেন দিপ্তি শর্মা ও রাজেশ্বরি গাওয়াড়। ম্যাচ সেরা হন ভারতের সাববিহিনিনি মেঘানা।
ভারত তাদের পরের ম্যাচ খেলবে আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। একই দলের বিপক্ষে মালয়েশিয়া খেলবে ৫ অক্টোবর।
এমপি/এমএমএ/