পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি নারী এশিয়া কাপের খেলা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। একটি জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা। কিন্তু খেলা দেখে মনে হবে সবলের সঙ্গে দুর্বলের খেলা হচ্ছে। বাংলাদেশকে কোনো রকম পাত্তা না দিয়ে পাকিস্তান যেভাবে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে, তা দেখে মনে হবে পাকিস্তান খেলেছে মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা আরব আমিরাতের বিপক্ষে।
টস হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে করে মাত্র ৭০ রান। পাকিস্তান ১২.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৭২ রান করে। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পাকিস্তান। একই সঙ্গে সেমিফাইনালে খেলার পথেও অনেক দূর এগিয়ে গেল। ম্যাচ সেরা হন সিদরা আমিন। বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে ৬ অক্টোবর। পাকিস্তানের পরবর্তী ম্যাচ একই দিন থাইল্যান্ডের বিপক্ষে।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও পাকিস্তানের বিপক্ষে জেতার রেকর্ড খুবই বিবর্ণ। ১৫ বারের মোকাবিলাতে জয় মাত্র ১টিতে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠে খেলা হওয়াতে এই দুই সংমিশ্রণে পাকিস্তানের বিপক্ষে জয়ের আশাই করেছিল। এখানে শক্তি বা ঢাল হিসেবে তারা নিজেদের স্পিন আক্রমণেই ভরসা করেছিল। কিন্তু সে আক্রমণ তাদের ভোতা হয়ে গেছে। উপরন্ত নিজেরাই কুপোকাত হয়েছে পাকিস্তানের স্পিন বিষে।
যে পিচে বাংলাদেশের ব্যাটাররা রান করতে সংগ্রাম করেছেন, সেই পিচে পাকিস্তানের ব্যাটাররা ছিলেন সাবলিল। বাংলাদেশের টার্গেট অতিক্রম করার মাঝেই তা স্পষ্ট বুঝা যায়। স্পিন নির্ভর বাংলাদেশের কোনো স্পিনারই পাকিস্তানের ব্যাটারদের জন্য হুমকি হয়ে উঠতে পারেননি। ব্যাটিং পাওয়ার প্লেতেই রান উঠে বিনা উইকেটে ৪০। দলীয় ৪৯ রানে ওপেনার মনিবা আলী ১৯ বলে ১৪ রান করে সালমা খাতুনের বলে উইকেটের পেছনে শারমিন সুলতানার হাতে ধরা পড়ে বিদায় নেওয়ার পর অধিনায়ক বিসমাহ মারুফ আরেক ওপেনার সিদরা আমিনের সঙ্গে জুটি বেধে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সিদরা আমিন ৩৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রান করে অপরাজিত থকেন। বিসমাহ মারুফ অপরাজিত থাকেন ২০ বলে ১২ রান করে। একমাত্র সালমা খাতুন ৪ ওভারের কোটা পূরণ করে ২৭ রানে নেন ১ উইকেট। বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংসে ১৭.৩ ওভার পর খেলা বন্ধ হয়ে যায়। এ সময় দলের রান ছিল ৭ উইকেটে ৫৮।
পাকিস্তানের হয়ে শুরুতে আঘাত হানেন ডায়না বেগ। তিনি ১১ রানে নেন ২ উইকেট। এরপর শুরু হয় স্পিনারদের রাজত্ব। নিদা দার ১৯ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, ওমামিয়া সোহেল। বাংলাদেশের ২ জন ব্যাটার রানআউট হন।
এমপি/আরএ/