বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়
টি-টোয়েন্টি নারী এশিয়া কাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং বিপর্য়য়ে পড়েছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে তারা এই বিপর্যয়ের মুখে পড়ে। ৮ উইকেটে সংগ্রহ করেছে মাত্র ৭০ রান।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও পাকিস্তানের বিপক্ষে জেতার রেকর্ড খুবই বিবর্ণ। ১৫ বারের মোকাবিলাতে জয় মাত্র ১টিতে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠে খেলা হওয়ায় এই দুই সংমিশ্রণে পাকিস্তানের বিপক্ষে জয়ের আশাই করেছিল। এখানে শক্তি বা ঢাল হিসেবে তারা নিজেদের স্পিন আক্রমণেই ভরসা করেছিল। কিন্তু সে আক্রমণ কতটা সফল হবে তা পরের বিষয়। তার আগে পাকিস্তানের স্পিন বিষেই বাংলাদেশের ব্যাটসম্যানরা নীল হয়ে গেছেন।
টস হেরে ব্যাট করতে নামার পর বাংলাদেশের ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারেননি। ৩ রানে হারায় ৩ উইকেট। দুই ওপেনার শারমিন সুলতানা ও ফারজানা হকসহ ফিরে যান রুমানা আহমেদও। ব্যাটিং পাওয়ার প্লেতে রান আসে ৩ উইকেটে মাত্র ১২। এরপর চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক নিগার সুলতানা ও লতা মণ্ডল হাল ধরলেও রান সংগ্রহের গতি ছিল খুবই মন্থর। জুটিতে ২৪ রান আসে ৬.২ ওভারে। লতা ১৯ বলে ১২ রান করে আউট হন। নিগার আউট হন ৩০ বলে ১৭ রান করে। এই জুটি ভাঙার পর আবার ধ্স নামে। ব্যাটররা শুরু করেন ক্রিজে আসা-যাওয়া। এর মাঝে সালমা খাতুন দাঁড়িয়ে গিয়ে স্রোতের বিপরীতে ব্যাট করে ২৯ বলে অপরাজিত ২৪ রান করলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৭০ রান। এই তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।
বাংলাদেশের ইনিংসে ১৭.৩ ওভার পর বৃষ্টির আগে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৫৮ রান। এরপর তারা ১৫ বল খেলে যোগ করে ১ উইকেট হারিয়ে যোগ করে ১২ রান।
পাকিস্তানের হয়ে শুরুতে আঘাত হানেন ডায়না বেগ। তিনি ১১ রানে নেন ২ উইকেট। এরপর শুরু হয় স্পিনারদের রাজত্ব। নিদা দার ১৯ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, ওমামিয়া সোহেল। বাংলাদেশের ২ জন ব্যাটাররা রানআউট হন।
এমপি/এসএন