পাকিস্তানকে হারাতে স্পিনই ভরসা বাংলাদেশের
সাত দলের এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল খেলবে সেমি ফাইনালে। যে কারনে হিসেবটা সহজ। একাধিক দলের পয়েন্ট থাকবে সমান। তখন নেট রান রেট হবে প্রধান হাতিয়ার। তাই অপেক্ষাকৃত দূর্বল দলগুলোর বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটটাও বাড়িয়ে নিচ্ছে শক্তিশালী দলগুলো। প্রথম ম্যাচ খেলে এখানে সবার উপরে আছে পাকিস্তান। তাদের নেট রান রেট +৩.৯২৮। এরপরই আছে বাংলাদেশ +৩.৪৪৩ নেট রান রেট নিয়ে। ভারতের নেট রান রেট ২.০৫০। ভারত অবশ্য হারিয়েছিল শক্তিশালী শ্রীলঙ্কাকে ৪১ রানে। সে তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিপক্ষ ছিল অনেক দূর্বল। বাংলাদেশ ৯ উইকেটে থাইল্যান্ডকে এবং পাকিস্তানও ৯ উইকেটে মালয়েশিয়াকে হারিয়েছিল। সোমবার (৩ অক্টোবর) সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে এই দুই দেশ আবার পরস্পরের বিপক্ষ মাঠে নামবে। জয়ী দল সেমি ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাবে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালয়েশিয়া।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে যেমন বদ্ধপরিকর, তেমনি পাকিস্তানকে হারাতেও। কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীত রকের্ড মোটেই সুখকর নয়। ১৫ ম্যাচের মোকাবেলাতে বাংলাদেশের জয় একবারই। বাকি ১৪ বারই হেসেছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ দলকে আশা জাগাচ্ছে সাম্প্রতিক পারফরম্যান্স। সেই আলোকে পাকিস্তানকে স্পিন আক্রমণ দিয়ে ঘায়েল করার রণ পরিকল্পনা এঁটেছে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক।
প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে পাওয়া সহজ জয়ে বড় ভুমিকা ছিল বল হাতে স্পিনাদের। সবকটি উইকেটই তুলে নিয়েছিলেন স্পিনাররা। রুমানা নিয়েছিলেন মাত্র ৯ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছিলেন নাহিদা আক্তার সানজিদা আক্তার মেঘলা ও সোহলী আক্তার। অপর উইকেট নিয়েছিলেন সালমা খাতুন। স্পিনারদের এ রকম সাফল্যে পেসারা জাহানার আলম মাত্র ২ ওভার বোলিং করেছিলেন। আবার রানও দিয়েছিলেন অনেক বেশি ১৫। তাইতো পাকিস্তানের বিপক্ষেও স্পিনেই ভরসা করছেন রুমানা আহমেদ। আজ তিনি সিলেটে সাংবাদিকদের জানান পাকিস্তানকে হারাতে স্পিনাররাই যথেষ্ট। তিনি বলেন, ‘জানি ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’
এমপি/এএস