দাপুটে জয় দিয়ে পাকিস্তানের শুভ সূচনা
মালয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে নারী এশিয়া কাপ মিশন শুরু করল পাকিস্তানের মেয়েরা। ৯ উইকেটের বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারাল তারা।
আজ রবিবার (২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুর দুই ওভারেই উইকেট হারিয়ে বসে মালয়েশিয়ার মেয়েরা। প্রথম ওভারে শূন্য রানে ফেরেন উইনিফ্রায়াড দুরাসিঙ্গাম। পরের ওভারে মাত্র ৩ রান করে ফেরেন মাস ইলাইসা। ফলে ৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলার ধাক্কা সামলে উঠতে পারেনি মালয়েশিয়া। কারণ ওয়ান জুলিয়া ও ইলশা হান্টার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতেই পারেনি।
পুরো ইনিংসে একাই লড়াই করেন ইলশা হান্টার। ৫১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন উদ্বোধনী ব্যাটার ওয়ান জুলিয়া। তাদের কল্যাণে মালয়েশিয়ার দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান।
পাকিস্তানের পক্ষে ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট পান উমাইমা সোহেলী। আর ৪ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন তুবা হাসান।
মালয়েশিয়ার করা ৫৭ রানের জবাব দিতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ২৩ বলে ৩১ রান করে মাহিরা ইজ্জতী ইসমাইলের বলে বোল্ড হন সিদরা আমিন। তিনি আউট হওয়ার পর বাকি কাজটা সারেন অধিনায়ক বিসমাহ মারুফ ও মুনিবা আলি। ২৩ বলে ২১ রানে মুনিবা এবং ৮ বলে ৮ রানে বিসমাহ অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ফলে ৯ উইকেটের বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারায় পাকিস্তানের মেয়েরা।
এসআইএইচ