টাঙ্গাইলে সাফজয়ী কৃষ্ণা ও ছোটনকে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার ও কোচ গোলাম রাব্বানী ছোটনকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা। শনিবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. আতাউল গণির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খ. আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কৃষ্ণা রাণী সরকারকে ১ লাখ ও কোচ গোলাম রাব্বানী ছোটনকে ৫০ হাজার টাকাসহ ক্রেস্ট দেওয়া হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ব্যক্তিগতভাবে কৃষ্ণা রাণী সরকার ও কোচ গোলাম রাব্বানী ছোটনকে স্বর্ণের চেইন উপহার দেন।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণাকে ১ লাখ, ছোটনকে ৫০ হাজার, পুলিশ সুপারের পক্ষ থেকে কৃষ্ণাকে ১ লাখ ও ছোটনকে ৫০ হাজার, মো. ছানোয়ার হোসেন এমপির পক্ষ থেকে দুইজনকে ২৫ হাজার টাকা করে উপহার দেওয়া হয়।
অন্যদিকে জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সদর উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যসহ কৃষ্ণার স্কুলের কোচ ও গোপালপুর সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপনকেও উপহার দেওয়া হয়েছে।
এসজি