সাফজয়ী সোহাগী-স্বপ্নাকে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের দুই সদস্য ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি।
দুই বাঘিনী ও তাদের সহপাঠীদের উপস্থিতিকে ঘিরে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা যেমন বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তেমনি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে দু'হাত নাড়িয়ে জানিয়েছেন অভিনন্দন।
শনিবার (১ অক্টোবর) বিকালে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর, রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম প্রধান (স্টাফ রিপোর্টার, মানবজমিন) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান (সম্পাদক, মুক্তকলম), অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল (স্টাফ রিপোর্টার, সময় টেলিভিশন), দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক (বাংলা চ্যানেল), প্রচার সম্পাদক মো. রেদওয়ানুল হক মিলন (জেলা প্রতিনিধি, ঢাকাপ্রকাশ), আতাউর রহমান (সম্পাদক, নিউজ নেট), এম এ সামাদ (ঢাকাপোষ্ট) স্বাধীনমত এর প্রতিনিধি রাসেল, কলম কথার প্রতিনিধি আলআমিন প্রমুখ।
সংবর্ধনা পেয়ে খুশি সোহাগী আর স্বপ্না। তারা বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করেছি। আমাদের খুবই ভালো লাগছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি আমাদের সম্মান করেছে। আমাদের সংবর্ধনা দিয়েছে, উপহার দিয়েছে। চিরকৃতজ্ঞতায় স্মরণ রাখব রিপোর্টার্স ইউনিটির এই সম্মান।
রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, ফুটবলের প্রতি সোহাগী আর স্বপ্নার প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই একের পর এক সীমানা পেরিয়ে গেছে তারা। তাদের জয় মানে আমাদের সবার জয়। বিশেষ করে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা পেয়ে আরও ভালো লাগছে।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ঠাকুরগাঁওয়ের দু'জন নারী খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলায় অংশগ্রহণ করায় তাদের জন্য আমরা গর্বিত। সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ভালো লাগছে।
এসজি