রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সাকিব নেই, ফটোসেশন-প্রেস কনফারেন্সও নেই!

২০১৯ সাল। ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আসর শুরু হবে ইংল্যান্ডে। বাংলাদেশ খেলতে যাবে।দেশ ছাড়ার আগে অফিসিয়াল ফটোসেশন হবে। প্রেস কনফারেন্স হবে। অধিনায়ক মাশরাফি। যথারীতি প্রেস কনফারেন্স হয়েছে। ফটোসেশনও হয়েছে। কিন্তু সেই ফেটোনেশনে ছিলেন না সাকিব আল হাসান। তিনি মিরপুর হোম অব ক্রিকেটে ফটোসেশনের আগেই চলে যান।

পরে জানতে পেরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে ফোন করেছিলেন। কিন্তু সাকিব জানতেন না বলে জানান। যে কারণে তিনি চলে গিয়েছিলেন। পরে তিনি আর আসেননি। এভাবে অফিসিয়াল ফটোসেশনে দলের একজন সিনিয়র ক্রিকেটার হয়েও ‍উপেক্ষা করাতে সর্বত্র তুমুল সমালোচনা হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় ও উঠেছিল।

ঘটনাটি তুলে ধরার কারণ অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ দেশ ছেড়েছে শুক্রবার রাতে। কিন্তু হয়নি কোনো অফিসিয়ালি ফটোসেশন। এমন কি প্রেস কনফারেন্সও? এই না হওয়ার কারণ সাকিব আল হাসান। তিনি দেশে নেই। এবার তিনি কিন্তু অধিনায়ক। অধিনায়ককে ছাড়া প্রেস কনফারেন্স কিংবা ফটোসেশন হয় কী করে? তাই সব বাদ! সাঙ্গ হলো দীর্ঘদিনের ট্র্যাডিশন। বিষয়টি অবাক করার মতোই! আইসিসির একটি বড় আসর খেলতে যাবে বাংলাদেশ। সেখানে দলের অধিনায়ক অনুপস্থিত! কিন্তু কেন এমন হলো?

টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্দশা কাটাতে সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়। টেকিনিক্যাল ডিরেক্টর হিসেবে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নিয়োগ দেয়া হয় ভারতীয় শ্রীধরন শ্রীরামকে। কিন্তু শ্রীধরন দায়িত্ব পাওয়ার পর আছেন টানা ছুটিতে। তিনি দায়িত্ব নিয়েই এশিয়া কাপ খেলে বাংলাদেশ। এরপর দলের সঙ্গে আর আসেনি বাংলাদেশে। মাঝে কয়েকদিনের জন্য দেশে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কাজ করে আবার চলে যান ছুটিতে।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কোনো অনুশীলন করেননি। এদিকে একই অবস্থা ছিল অধিনায়ক সাকিবের ক্ষেত্রে। তিনিও এশিয়া কাপের পর ছুটি নিয়ে দেশ ছাড়া। যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে চলে যানে উইন্ডিজে চলে যান সিপিএল খেলতে। কোচ ও অধিনায়ক দুই জনেই সরাসরি নিউ জিল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এই দুই জনের অনুপস্থিতিতেই হয়নি ফটোসেশন কিংবা প্রেস কনফারেন্স। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, ‘অধিনায়ক কোথায়? কোচ কোথায়? কী নিয়ে করা হবে ফটোসেশন বা প্রেস কনফারেন্স। এ সেব নিয়ে কিছু বলতে চাই না। আমার মতো পরিচালকের এখানে করার কিছু নেই?’

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘সাকিব না থাকায় এ সব করা হয়নি। সব কিছু নিউ জিল্যান্ডে করা হবে।’ দেশ ছাড়ার আগে সব সময় বাংলাদেশে করা হয়। এবার কেন বিদেশে?

জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কিছু কারণে তা করা হয়নি। দেশে করা না হলেও আমরা নিউ জিল্যান্ডে করবো। মিডিয়ার সবাই পেয়ে যাবেন।’

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ফটোসেশন বা প্রেস কনফারেন্স করা বাধ্যতামূলক নয়, এটা একটা ট্র্যাডিশন জানিয়ে বলেন, ‘ আইসিসির ইভেন্ট খেলতে যাওয়ার আগে ফটোসেশন কিংবা প্রেস কনফারেন্স করা ম্যান্ডেটরি নয়। এটা একটা ট্র্যাডিশন। এটা আমরা নিউ জিল্যান্ড গিয়ে করব।’ যদি বাধ্যতামূলক না হয়, ট্র্যাডিশনই হয়, তাহলে সে ট্র্যাডিশন ভঙ্গ করা কতটা যুক্তিসঙ্গত ছিল?

জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘ট্র্যাডিশন ছিল আপনি বলতে পারেন।’ সাকিবের কারণেই এই ট্র্যাডিশন ভঙ্গ করা হলো কি না জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।’

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপন নিয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ চীনের জন্য স্বাস্থ্য খাতে একটি ভালো বাজার হতে পারে।” একইসঙ্গে উল্লেখ করেন, “চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, ড. ইউনূসের সাম্প্রতিক চীন সফর সফল হয়েছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ সহজেই চিকিৎসার জন্য চীনে যেতে পারবে।”

Header Ad
Header Ad

আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী

বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

আইপিএলের মেগা নিলামে দল পাওয়ার পরই হৈ-চৈ ফেলে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। কারণ ওই সময়ে তার বয়স মাত্র ১৩ বছর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অভিষেক হতে হতে যা ১৪ পূর্ণ হয়ে যায়। কিন্তু ব্যাটিংয়ে বুঝতেই দেননি অন্য ক্রিকেটারদের সঙ্গে বয়সের ফারাকটা। প্রথম বলেই কাভার অঞ্চলের ওপর দিয়ে যেভাবে বলটাকে সীমানাছাড়া করলেন, তাতে চোখ জুড়ানো নেটিজেনরা বলে বসলেন ‘অ্যা স্টার ইজ বর্ন’!

বৈভব সূর্যবংশীর জন্ম হয়েছিল ২০১১ সালের ২৭ মার্চ, ততদিনে আইপিএলের দুটি আসর শেষে তৃতীয়টির অপেক্ষা। আর তার জন্মের বছরেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারত। সেই ক্রিকেটার আইপিএলের অষ্টাদশ আসরেই সুযোগ পেয়ে যাবেন এমনটা হয়তো কেউ ঘুণাক্ষরেও কল্পনা করেনি। বৈভবকে আইপিএলের মেগা নিলামে ১.১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস।

বৈভবের জন্য আরও আনন্দের বিষয় কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিকে পাওয়া। যদি আইপিএলের চলতি আসরে তাকে খেলানোর সম্ভাবনা কমই ছিল। কিন্তু রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের ইনজুরি তার অভিষেকের ক্ষণটা এগিয়ে আনে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকালই অভিষেক হয়ে গেল বিহারের এই বিস্ময়-বালকের। তবে ম্যাচটিতে তাকে ফিল্ডিং করতে হয়নি। ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে কেবল ব্যাটিংয়েই নামেন বৈভব, অভিষেকেই খেললেন ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস।

আইপিএলের প্রথম ম্যাচে বৈভবের যত রেকর্ড-

আইপিএলের মঞ্চে বয়স যে কেবল একটি সংখ্যা, সেটাই প্রমাণ করলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে অভিষেকেই ঝড় তুলেছেন এই কিশোর। প্রথম বলেই হাঁকালেন ছক্কা, গড়লেন একাধিক রেকর্ড—আর তাতেই ক্রিকেটবিশ্বে ছড়িয়ে পড়েছে "অ্যা স্টার ইজ বর্ন" জ্বর!

রাজস্থান রয়্যালসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হয়েছে বিহারের এই বিস্ময়বালকের। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামা খেলোয়াড় হিসেবে নাম লেখান বৈভব। এর আগে রেকর্ডটি ছিল প্রয়াস রায় বর্মণের (১৬ বছর ১৫৭ দিন) দখলে।

কিন্তু বৈভব এসেই যেন দেখালেন, তিনি এসেছেন ইতিহাস গড়তে। ইনিংসের প্রথম বলেই শার্দুল ঠাকুরকে কাভার দিয়ে উড়িয়ে মারেন ছক্কা—যা তাকে বানিয়েছে আইপিএলের সবচেয়ে কম বয়সে ছয় মারা ক্রিকেটার। এতোদিন রেকর্ডটি ছিল রাজস্থান রয়্যালসেরই রিয়ান পরাগের (১৭ বছর ১৬১ দিন) নামে।

শুধু এখানেই থামেননি বৈভব। আইপিএলে প্রথম বলেই ছক্কা হাঁকানো ক্রিকেটারদের ক্লাবে তিনিই দশম সদস্য। সেই তালিকায় আছেন আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, মহেশ থিকশানা, রব কুইনিসহ আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার।

২১ মার্চ ২০১১ জন্ম নেওয়া বৈভব যখন এই ইনিংস খেলেন, তখন হয়তো অনেকেই ভুলে গিয়েছিলেন তার বয়স মাত্র ১৪। কারণ তার ব্যাটিংয়ে ছিল পরিপক্বতা, ছিল আত্মবিশ্বাস। ২০ বলে ৩ চার ও ২টি বিশাল ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে স্ট্রাইক রেট ছুঁয়েছেন ১৭০।

যদিও ইনিংসের শেষ দিকে একটি ভুল শটে স্টাম্পড হয়ে বিদায় নেন এই কিশোর তারকা। ফেরার সময় চোখে জল লেগে ছিল—যা তার খেলায় আবেগ ও দায়বদ্ধতার পরিচয় দেয়।

রাজস্থানের ইনিংস থেমেছে ১৭৮ রানে, ১৮০ রানের লক্ষ্যে। ২ রানের হার সঙ্গী হলেও, এই ম্যাচে আলো ছড়িয়েছেন বৈভবই।

Header Ad
Header Ad

৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের

হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের বৈঠক। ছবি: সংগৃহীত

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বেশকিছু দাবির কথা বেলেন। তিনি ব‌লেন, ফ্যা‌সিবা‌দী আম‌লে হেফাজ‌তের বিরু‌দ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সা‌লে শাপলা চত্বরে গণগত্যার বিচার করতে হবে। নারী সংষ্কার ক‌মিশ‌নের ধর্মীয় বিধান, ইসলামী উত্তরা‌ধিকার আইন ও পা‌রিবা‌রিক বৈষম্য প্রস্তাব ও ক‌মিশন বা‌তিল করতে হবে। তা না হলে ৩ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া ভারতীয় ওয়াকফ আইন ও ফি‌লিস্তান‌রে গণহত্যার প্র‌তিবাদে আগামী মঙ্গলবার থে‌কে ১ সপ্তাহ গণসং‌যোগ ও আগামী ২৫ এপ্রিল বাদ জুমআ প্রতি জেলা উপ‌জেলায় বি‌ক্ষোভ করবে বলে ঘোষণা দেয় দলটি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
হাতিরঝিলে যুবদল নেতার ওপর হামলা, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে
আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, থানায় হাজির বর
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, রাস্তায় হাজারো মানুষ
সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
গাজায় আরও ৫২ জন নিহত, হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর
উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা