শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু
এশিয়া কাপ ক্রিকেটে গতবার বাংলাদেশের কাছে প্রথমবারের মতো শিরোপা হারানো ভারত এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন বেশ ভালোভাবেই শুরু করেছে। প্রথম ৬ আসরের চ্যাম্পিয়ন ভারত ৪১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করেছে।
শনিবার (১ অক্টোবর) সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫০ রান করে। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৮.২ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভারতের ইনিংস গড়ে উঠে তিনে নামা জেমিমাহ রড্রিগেজের ব্যাটে ভর করে। দলের অর্ধেকেরও বেশি রান আসে তার ব্যাট থেকে। তিনি ৫৩ বলে ১ ছক্কা ও ১১ চারে ৭৬ রান করেন। ম্যাচ সেরাও হন তিনি।
২৩ রানে দুই ওপেনার শেফালি ভার্মা (১০) ও স্মৃতি মানধানা (৬) ফিরে যাওয়ার পর হাল ধরেন জেমিমাহ। হাল ধরে দলের ইনিংস মেরামত করতে থাকেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে তিনি অধিনায়ক হারমানপ্রিত কাউরকে নিয়ে ১১.৫ ওভারে ৯৭ রান যোগ করেন। ৩০ বলে ৩৩ রান করে আউট হয়ে যান হারমানপ্রিত। এরপর আউট হন ম্যাচ সেরা জেমিমাহ। শ্রীলঙ্কার ওসাদি রানাসিংহে ৩২ রানে নেন ৩ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। ৫ রান করে বিদায় নেন অধিনায়ক চামারি আতাপাত্তু। মালশা সেহানি আউট হন ৯ রানে। ভারতের বিপর্যয়ে হাল ধরেছিলেন জেমিমাহ। কিন্তু শ্রীলঙ্কার হয়ে কেউ সেভাবে হাল ধরতে পারেননি। তবে হাসিনি পেরেরা ও হারসিথা সামারা বিক্রমাসিংহে চেষ্টা করেছিলেন। কিন্তু তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম। সামারা বিক্রমাসিংহে ২০ বলে ৫ চারে ৩০ ও হাসিনি ৩২ বলে ৩ চারে ৩০ রান করে আউট হয়ে যান। তাদের শেষ ৪ উইকেট পড়ে ২.১ ওভারে মাত্র ৭ রানে। দায়ালান হেমালথা ১৫ রানে নেন ৩ উইকেট। পুজা ভাট্রাকরা ১২ ও দিপ্তি শর্মা ১৫ রানে নেন ২টি করে উইকেট।
এসজি