বড় জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে বড় জয় পেল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচে টস জিতে থাইল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাদের মাত্র ৮২ রানে গুড়িয়ে দেয় নিগার সুলতানারা। এরপর ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এতে নারী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু হলো স্বাগতিক বাংলাদেশের।
সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়।
ব্যাট করতে নেমে থাইল্যান্ড শুরুর দিকে ১৬ রানে ২ উইকেট হারালেও একটা সময় মোটামুটি ভালো অবস্থানে ছিল। ১২তম ওভারে ২ উইকেটে তাদের রান ছিল ৫৪। এরপর বাংলাদেশি বোলারদের তাণ্ডবে বাকি ৮ উইকেট হারিয়ে থাইল্যান্ড যোগ করে মাত্র ২৮ রান। সর্বোচ্চ ২৬ রান করেন ব্যাটার পানিথা মায়া। আর ওপেনার নাথাকাম চানথামের করেন ২০ রান।
বাংলাদেশের লেগস্পিনার রুমানা আহমেদ ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট পান সোহেলি আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।
মাত্র ৮২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই ৫২ রান তোলে। দুই ওপেনার শামীমা সুলতানা আর ফারজানা হক জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা হন থাইল্যান্ডের বোলাররা। ৩০ বলে ১০ বাউন্ডারিতে ৪৯ রান করে শামীমা যখন আউট হন তখন বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৬৯। পাথাওংয়ের বলে বোল্ড হন শামীমা। বাকি পথটা অবশ্য বাংলাদেশ পাড়ি দিয়েছে নির্বিঘ্নেই। ১১.৪ ওভারেই পেরিয়ে যায় থাইদের দেওয়া ৮৩ রানের লক্ষ্য।
২৯ বলে হার না মানা ২৬ করেন ফারজানা। এ ছাড়া ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা।
এদিকে বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। দুই প্রতিপক্ষ হলো ভারত ও শ্রীলঙ্কা। আসরের অপর তিনটি দল হলো- পাকিস্তান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
৭ দলের আসর অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। ১৬ দিনের আসরে মোট খেলা অনুষ্ঠিত হবে ২৩টি।
আরএ/