বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এ বিশ্বকাপের জন্য শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সাকিব-সোহানদের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জার্সির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে লেখা রয়েছে, গর্ব সমুন্নত রাখতে আমরা উদ্যম ধরে রাখব। আমরা নিয়েছি জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন।
এ ছাড়াও জার্সির সামনের দিকে বাম পাশে বিশ্বকাপের ও ডান পাশে বিসিবির লোগো এবং তার নিচে সাদা রঙে লেখা রয়েছে দেশের নাম। তা ছাড়াও রয়েছে জলছাপ।
এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে জার্সি প্রকাশের রাতেই দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ৭ ও ১৩ অক্টোবর পাকিস্তান এবং ৯ ও ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগররা।
সেই সিরিজ শেষ করে অক্টোবরের ১৪ বা ১৫ তারিখ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর মধ্যে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।
জানা গেছে, বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।
এসআইএইচ