টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা
আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি টাকা।
আর ফাইনালে যে দল হারবে মানে রানার্সআপ হবে তারা পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক ৮ লাখ ডলার (৮ কোটি টাকা)। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলেই ৪ কোটি টাকা করে পাবে ৪ দল। ফলে সেমিতে হারলেও এই পরিমাণ অর্থ নিয়ে দেশে ফিরতে পারবে দলগুলো।
সুপার টুয়েলভে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার (৪০ লাখ টাকা)। আর এই পর্ব থেকে বাদ পড়া ৮ দল পাবে ৭০ হাজার ডলার (৭০ লাখ টাকা) করে। ফলে সুপার টুয়েলভ থেকে কোনো ম্যাচ না জিতে বাদ পড়া দলও পাবে এই পরিমাণের অর্থ।
প্রথম রাউন্ডে ৮ দল দুই গ্রুপে খেলবে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৪ দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার। এই পর্বে বিজয়ীদের জন্য বরাদ্দ ৪ লাখ ৮০ হাজার ডলার। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের প্রাইজমানি ৫৬ লাখ ডলার (৫৬ কোটি টাকা)।
এসজি