রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরবে টাইগাররা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরবে টাইগাররা। ২ অক্টোবর সকালে সেখানে তাদের পৌঁছানোর কথা রয়েছে বলে জানা গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ২ অক্টোবর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের।
এদিকে মূল স্কোয়াডের সব খেলোয়াড় জাতীয় দলের বহরে থাকলেও নিউজিল্যান্ড সফরে থাকছেন না স্ট্যান্ডবাই ক্রিকেটার শেখ মাহদি হাসান এবং রিশাদ হোসেন। তবে নেওয়া হচ্ছে পেসার শরিফুল ইসলাম এবং সৌম্য সরকারকে।
উল্লেখ্য, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। আর প্রথম ম্যাচেই পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।
এসআইএইচ
